Apan Desh | আপন দেশ

এবার ভিয়েতনামে ঘূর্ণিঝড় কালমেগির আঘাত, ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৭, ৭ নভেম্বর ২০২৫

আপডেট: ১০:২৮, ৭ নভেম্বর ২০২৫

এবার ভিয়েতনামে ঘূর্ণিঝড় কালমেগির আঘাত, ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

প্রতিবেশি ফিলিপাইনে তাণ্ডব চালিয়ে এবার ভিয়েতনামের উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় কালমেগি। স্থানীয় সময় বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাতের দিকে প্রবল শক্তি নিয়ে দেশটির সমুদ্র উপকূল অতিক্রম করে এই ঝড়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, কালমেগির সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে গিয়া লাই প্রদেশে। 

ঝড়ের তীব্র বাতাস ও ভারী বৃষ্টির কারণে ভিয়েতনাম সরকার শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে এবং অন্তত ছয়টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় দুই লাখের বেশি সেনাসদস্যকে উদ্ধার তৎপরতার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এর আগেও টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের কবলে পড়েছিল দেশটি। এরমধ্যেই বছরের অন্যতম শক্তিশালী এ সামুদ্রিক ঘূর্ণিঝড় ভিয়েতনামে নতুন করে বিপর্যয় ডেকে এনেছে।

আরও পড়ুন<<>>যৌন হেনস্তার কবলে মেক্সিকোর প্রেসিডেন্ট

পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঝড়ের কেন্দ্র এখন দাক লাক ও গিয়া লাই প্রদেশের ওপর দিয়ে অতিক্রম করছে। সাতটি শহরে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া পূর্বাভাস বিভাগ।

ঝড়ের ধাক্কায় বহু স্থানে ঘরের ছাদ উড়ে গেছে, হোটেলের কাচ ভেঙে পড়েছে এবং ঝড়ো বাতাসে অসংখ্য গাছপালা উপড়ে পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। ঝড় আঘাত হানার মাত্র আধা ঘণ্টা পরই দাক লাক অঞ্চলে মানুষ উদ্ধার সহায়তার আবেদন জানাতে শুরু করে।

ভিয়েতনামের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, কালমেগির প্রভাবে দক্ষিণ চীন সাগরে প্রায় ২৬ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে।

অন্যদিকে, ক্ষয়ক্ষতির ঝুঁকি কমাতে সরকার আগেভাগেই ব্যাপক তৎপরতা চালিয়েছে। এএফপি জানায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বৃহস্পতিবার সারাদিন সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে উদ্বুদ্ধ করেছেন এবং উপকূলীয় এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়