Apan Desh | আপন দেশ

যৌন হেনস্তার কবলে মেক্সিকোর প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ৬ নভেম্বর ২০২৫

যৌন হেনস্তার কবলে মেক্সিকোর প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় যৌন হেনস্তার মুখোমুখি হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। তাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছেন এক ব্যক্তি। দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে এ ঘটনা ঘটেছে। পরে দেশটির পুলিশ ওই ব্যক্তিকে পরে গ্রেফতার করেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম প্রেসিডেন্ট প্রাসাদের কাছের একটি বৈঠকে যাচ্ছিলেন। পথে তিনি সমর্থকদের সঙ্গে হাত মেলান এবং ছবি তোলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্রেসিডেন্ট ক্লাউদিয়ার কাছে এসে কাঁধে হাত রাখেন এবং অন্য হাতে কোমর ও বুক স্পর্শ করে তার গলায় চুমু খাওয়ার চেষ্টা করেন।

এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় সময় বুধবার (০৫ নভেম্বর) তিনি জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট শেইনবাউম বলেছেন, “যদি প্রেসিডেন্টের সঙ্গেই এমন ঘটনা ঘটে, তাহলে আমাদের দেশের সব তরুণীদের অবস্থা কোন পর্যায়ে আছে। নারীদের ব্যক্তিগত স্থান অপব্যবহার করার অধিকার কোনো পুরুষের নেই।

রয়টার্স জানিয়েছে, এ ঘটনার ভিডিও ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ার পর কিছু অ্যাকাউন্ট থেকে সেটি সরিয়ে নেয়া হয়। তবে এতে লিঙ্গভিত্তিক সহিংতা ও পুরুষতন্ত্রে ডুবে থাকা মেক্সিকোতে নারীরা কী ধরনের নিরাপত্তাহীনতার মুখোমুখি হয় তা দেশটির অনেকের কাছে পরিষ্কার হয়।

আরও পড়ুন<<>>বসনিয়ায় নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১

এ ঘটনায় শেইনবাউমের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের নিয়ে প্রশ্ন উঠেছে। তার উত্তরসূরী সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের মতো শেইনবাউমও ন্যূনতম নিরাপত্তা নিয়ে চলাফেরা করেন আর জনতার সঙ্গে অবাধে মিশে যান। তিনি মানুষের ভিড়ের মধ্য দিয়েও হেঁটে যান।

তিনি জানিয়েছেন, নিজের এ অভ্যাস পাল্টানোর কোনো পরিকল্পনা তার নেই। বলেছেন, আমাদের জনগণের কাছাকাছি থাকতে হবে।

মেক্সিকো সিটির ঐতিহাসিক কেন্দ্রস্থলে ঘটনাটি ঘটে। তখন তিনি মেক্সিকোর প্রেসিডেন্টের দফতর ও বাসভবন জাতীয় প্রাসাদ থেকে অল্পদূরে অবস্থিত শিক্ষা মন্ত্রণালয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার সময় পথে থাকা লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন তিনি।

ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে, মধ্যবয়সী এক পুরুষ হাত দিয়ে শেইনবাউমকে জড়িয়ে ধরছেন, তার বুক স্পর্শ করছেন এবং তাকে চুমা দেওয়ার চেষ্টা করছেন। প্রেসিডেন্টের একজন কর্মী তাদের মাঝখানে এসে দাঁড়ানোর আগে শেইনবাউম ওই ব্যক্তির হাত সরিয়ে দেন। ওই মুহূর্তে প্রেসিডেন্টের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের কাছাকাছি দেখা যায়নি।

শেইনবাউম জানিয়েছেন, ওই ব্যক্তি সম্ভবত মাতাল ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আমাকে শেষ চার মাস কাজ করতে দেয়া হয়নি: মাহফুজ আলম সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের সোনার দাম সর্বকালের সর্বোচ্চ ইরানে বিক্ষোভে প্রাণহানি প্রায় ২ হাজার বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি মোবাইল ফোন আমদানিতে বড় সুখবর তরুণদের উদ্যোক্তা হওয়া জরুরি: প্রধান উপদেষ্টা নিজ নাগরিকদের ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র ঢাকার তাপমাত্রা কেমন কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস রোদের মধ্যেও শৈত্যপ্রবাহ বইছে যে জেলায় ‘যুক্তরাষ্ট্র চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান’ আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ, বাজারদর জেনে নিন