Apan Desh | আপন দেশ

গাজা দখলের অভিযান স্থগিতের নির্দেশ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১১:১০, ৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:২৩, ৪ অক্টোবর ২০২৫

গাজা দখলের অভিযান স্থগিতের নির্দেশ ইসরায়েলের

ছবি: সংগৃহীত

সামরিক বাহিনীকে ‘গাজা দখলের অভিযান’ স্থগিতের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সরকার। দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে এবং সেনাবাহিনী পরিচালিত ‘আর্মি রেডিও’ এ খবর জানিয়েছে। 

এ নির্দেশনার মধ্যে দিয়ে অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবে হামাস জবাব দেয়ার পর ইসরায়েলি সরকারের এ নির্দেশনার খবর সামনে আসলো।

আর্মি রেডিওর রিপোর্টে সংবাদকর্মী ডরোন কাদোস বলেছেন, রাজনৈতিক মহল চাইছেন গাজার ওপর চলমান সামরিক কার্যক্রমকে “সর্বনিম্ন” পর্যায়ে নামানো হোক এবং সামরিকদেরকে শুধুমাত্র প্রতিরক্ষা-ভিত্তিক পদক্ষেপ নিতে বলা হয়েছে। 

কাদোস সামাজিক মাধ্যমে লেখেন, এ নির্দেশের সরাসরি ফল হলো গাজা সিটি দখলের উদ্যোগটি আপাতত থামানো হয়েছে।

ঘটনাটি এমন সময় সামনে আসে যখন হুমকিপূর্ণ অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রের একটি মধ্যস্থতাকারী শান্তি প্রস্তাবের জবাব হিসেবে হামাস ইতিবাচক সাড়া দিয়েছে। 

সে প্রস্তাব অনুযায়ী জীবিত ও মৃত—উভয় ধরনের ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়ার শর্তে হামাস রাজি হয়েছে এবং যুদ্ধবিরতি ও প্রশাসনিক হস্তান্তর নিয়ে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে।

আরও পড়ুন<<>>জিম্মি মুক্তিতে সম্মত হামাস, বোমাবর্ষণ বন্ধের আহবান ট্রাম্পের 

এ প্রতিক্রিয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তারা ট্রাম্পের প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নের জন্য এখনই প্রস্তুত—এটি সব জিম্মিকে মুক্ত করার উদ্দেশ্য বহন করে। 

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ও তার টিমের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ করা হবে যাতে যুদ্ধের সমাপ্তি ইসরায়েলের নির্ধারিত নীতির পরিপ্রেক্ষিতে ঘটে।

এদিকে, হামাসের ইতিবাচক প্রতিক্রিয়ার পর ডোনাল্ড ট্রাম্প নিজেই ইসরায়েলকে তৎক্ষণাৎ গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহবান জানিয়েছেন। ট্রুথ সোশ্যালে করা একটি পোস্টে তিনি লিখেছেন, হামাসের সর্বশেষ বক্তব্য দেখে মনে হচ্ছে তারা দীর্ঘমেয়াদী শান্তি চায়। 

ট্রাম্প আরও বলেছেন, এখনই ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে যাতে সব জিম্মিকে দ্রুত ও নিরাপদভাবে বের করে আনা যায়—কারণ এ মুহূর্তে পরিবেশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 

তিনি জানান, যুদ্ধবিরতি প্রস্তাবের বিস্তারিত নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে এবং এ উদ্যোগের লক্ষ্য শুধু গাজা নয়—পুরো মধ্যপ্রাচ্য জুড়ে স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠাই উদ্দেশ্য।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়