Apan Desh | আপন দেশ

সাইবার হামলায় ইউরোপজুড়ে শতশত ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫০, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:৪৬, ২০ সেপ্টেম্বর ২০২৫

সাইবার হামলায় ইউরোপজুড়ে শতশত ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

ইউরোপের বড় বড় বিমানবন্দরগুলোতে চেক-ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিনস অ্যারোস্পেসের ওয়েব সাইটে সাইবার হামলা হয়েছে। এতে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের বেশ কয়েকটি এয়ারলাইন্সের শতশত ফ্লাইট বাতিল করা হয়েছে

শনিবার (২০ সেপ্টেম্বর) এ ঘটনায় ফ্লাইট বিলম্ব ও বাতিল হয়।

কলিন্স এয়ারোস্পেস জানায়, তাদের সফটওয়্যার সাইবার-সংক্রান্ত সমস্যায় আক্রান্ত হয়েছে। ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরও একই সমস্যার কথা জানিয়েছে। তবে ফ্রাঙ্কফুর্ট ও জুরিখ বিমানবন্দর প্রভাবিত হয়নি।

কলিন্স এয়ারোস্পেসের মূল কোম্পানি এক বিবৃতিতে জানায়, সমস্যাটি শুধু ইলেকট্রনিক চেক-ইন ও ব্যাগেজ ড্রপে প্রভাব ফেলেছে। তবে বিকল্পভাবে ম্যানুয়াল প্রক্রিয়ায় যাত্রীদের সেবা দেয়া সম্ভব হচ্ছে।

আরওপড়ুন<<>>বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

ব্রাসেলস বিমানবন্দর এক বিবৃতিতে বলেছে, স্বয়ংক্রিয় সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় চেক-ইন ও বোর্ডিং কেবল ম্যানুয়ালভাবে করা যাচ্ছে। এতে ফ্লাইট সূচি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিলম্ব ও বাতিল এড়ানো যাচ্ছে না।

শনিবার যাত্রীদের পরামর্শ দেয়া হয়েছে, তারা যেন বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নেন।

ইজি জেট জানিয়েছে, তাদের ফ্লাইট এখন স্বাভাবিক চলছে। তবে রায়ানএয়ার ও ব্রিটিশ এয়ারওয়েজের মালিক এ বিষয়ে মন্তব্য করেনি। পোল্যান্ড জানিয়েছে, তাদের বিমানবন্দরগুলোতে কোনো হুমকি নেই। সূত্র: রয়টার্স

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আমাকে শেষ চার মাস কাজ করতে দেয়া হয়নি: মাহফুজ আলম সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের সোনার দাম সর্বকালের সর্বোচ্চ ইরানে বিক্ষোভে প্রাণহানি প্রায় ২ হাজার বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি মোবাইল ফোন আমদানিতে বড় সুখবর তরুণদের উদ্যোক্তা হওয়া জরুরি: প্রধান উপদেষ্টা নিজ নাগরিকদের ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র ঢাকার তাপমাত্রা কেমন কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস রোদের মধ্যেও শৈত্যপ্রবাহ বইছে যে জেলায় ‘যুক্তরাষ্ট্র চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান’ আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ, বাজারদর জেনে নিন