Apan Desh | আপন দেশ

’জেন-জি’ বিক্ষোভের সহিংসতা অপরাধ: কার্কি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৮, ১৪ সেপ্টেম্বর ২০২৫

’জেন-জি’ বিক্ষোভের সহিংসতা অপরাধ: কার্কি

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। ছবি সংগৃহীত

'জেন-জি' বিক্ষোভের সহিংসতাকে 'অপরাধ' বলেছেন, নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। শুধু তাই নয়, এসব ঘটনায় দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, সিংহ দরবার, পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বেসরকারি সম্পত্তিতে ভাঙচুরের ঘটনা তদন্ত করবে সরকার।

রোববার (১৪ সেপ্টেম্বর) সিংহ দরবারে দায়িত্ব নেয়ার পর এসব মন্তব্য করেন সুশীলা কার্কি। তিনি আরও বলেন, সহিংস কর্মকাণ্ডের তদন্ত করে সত্য উদঘাটন করতে হবে। তিনি দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রতিশ্রুতির ওপর গুরুত্ব আরোপ করেন।

আরওপড়ুন<<>>আফগান সীমান্তে তীব্র সংঘর্ষে পাকিস্তানের ১৯ সেনা নিহত

এরআগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পরের দিনই শনিবার (১৩ সেপ্টেম্বর) শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন কার্কি। এ সময় আন্দোলনে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তার ঘোষণা দেন তিনি। এছাড়া সরকারের রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন।

অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বলেন, মাত্র ২৭ ঘণ্টা সময়ের মধ্যে আমি এমন রূপান্তর কখনও দেখিনি। এ গোষ্ঠীর দাবিগুলো পূরণ করতে আমাদের সবাইকে দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আমি নিজে ইচ্ছা করে আসিনি, আপনাদের অনুরোধেই এ দায়িত্ব নিয়েছি। আন্দোলনের নামে যা ঘটেছে, তা পরিকল্পিত মনে হচ্ছে, যা ষড়যন্ত্রের প্রশ্নও তোলে। দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান কার্কি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়