Apan Desh | আপন দেশ

ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেললেন এক সিরীয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৪, ২৭ জুলাই ২০২৫

ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেললেন এক সিরীয়

ইসরায়েলি পর্যটক স্টাভ বেন-শুসান

রাগে ক্ষোভে গ্রিসে ঘুরতে আসা এক ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলেছেন এক সিরীয়। সম্প্রতি গ্রিসের একটি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্ত্রীকে নিয়ে বেড়াতে আসা ইসরায়েলের নাগরিক স্টাভ বেন-শুসান। চ্যানেল-১২ এর বরাতে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে এ তথ্য। 

গ্রিসের একটি হাসপাতাল থেকে ইসরায়েলি পর্যটক সংবাদমাধ্যমটিকে বলেছেন, তারা অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে গিয়েছিলেন। ওই সময় অপর এক ইসরায়েলির দম্পতির সঙ্গে তিনি ও তার স্ত্রী কথা বলছিলেন। তখন এক ব্যক্তি তাদের ভিডিও করা শুরু করে এবং ‘ফ্রি ফিলিস্তিন, ইসরাইল নিপাত যাক, আমি হামাস’ এমন স্লোগান দিতে থাকেন।

এক পর্যায়ে ওই সিরীয় ব্যক্তি তাদের ওপর বালু ছুড়ে মারলে তিনি তাকে ধাক্কা দেন। এরপর নিরাপত্তা কর্মীরা এসে তাদের ছাড়িয়ে ওই সিরীয়কে সৈকত থেকে সরিয়ে দেন।

এ ইসরায়েলি দখলদার আরও বলেছেন, এর এক ঘণ্টা পর স্ত্রীকে নিয়ে একটি বাথরুম থেকে বের হন। তখন দেখতে পান ওই সিরীয় তাদের কাছে আসছেন এবং তার স্ত্রীর ওপর হামলা চালাতে যাচ্ছিলেন। দখলদার দাবি করেছেন, হামলায় বাধা দিতে গেলে সিরীয় ব্যক্তি তার কানের একটি অংশ ছিঁড়ে ফেলে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়