Apan Desh | আপন দেশ

প্রেম করে বিয়ে করায় নবদম্পতিকে জোয়ালে বেঁধে হালচাষ

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ২১:৫৬, ১২ জুলাই ২০২৫

প্রেম করে বিয়ে করায় নবদম্পতিকে জোয়ালে বেঁধে হালচাষ

সংগৃহীত ছবি

ভালোবেসে বিয়ে করাই ‘অপরাধ’—এমন অভিযোগে ভারতের ওড়িশার রায়গড়া জেলায় এক নবদম্পতিকে গরুর মতো জোয়ালে বেঁধে হালচাষ করানো হয়েছে। সামাজিক মাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের দুই যুবক-যুবতী দীর্ঘদিন প্রেম করার পর সম্প্রতি বিয়ে করেন। তবে তারা ছিলেন ঘনিষ্ঠ আত্মীয়—ছেলেটি মেয়েটির ফুফাতো ভাই। গ্রামের প্রথা অনুযায়ী এ ধরনের বিবাহ ‘নিষিদ্ধ’ বলে বিবেচিত হওয়ায় গ্রামবাসীরা বিয়েকে মেনে নেয়নি।

এর জেরে নবদম্পতিকে বাড়ি থেকে টেনে বের করে ধানক্ষেতে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের ঘাড়ে জোয়াল তুলে হালচাষ করানো হয়। আর সে সময় পেছনে দাঁড়িয়ে কয়েকজন তাদের গরুর মতো মারধর করে। গ্রামবাসীদের কেউ কেউ হাততালি দিয়ে ‘উৎসাহ’ দেয়।

শাস্তি এখানেই শেষ হয়নি। পরে নবদম্পতিকে গ্রামের মন্দিরে নিয়ে গিয়ে কথিত 'শুদ্ধীকরণ' আচার করানো হয়।

এ অমানবিক ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, তীব্র নিন্দার মুখে পড়ে প্রশাসন। অনেকেই এটিকে ‘বর্বরতা’, ‘অমানবিকতা’ ও ‘মানবাধিকারের চরম লঙ্ঘন’ বলে আখ্যা দেন।

পুলিশ সুপার এস স্বাতী কুমার জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বতঃপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

এ ধরনের ঘটনা রায়গড়ায় এবারই প্রথম নয়। এ বছরের জানুয়ারিতে একই জেলায় এক নারী ভিন্ন জাতের পুরুষকে বিয়ে করায় তার পরিবারের ৪০ জনকে মাথা ন্যাড়া করে ‘শুদ্ধীকরণ’ করতে বাধ্য করা হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়