
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনায় চলচ্চিত্র প্রদর্শনীর সময় দর্শকদের মাথার ওপর ধসে পড়েছে সিনেমা হলের ছাদ! সোমবার (১৯ মে) স্থানীয় সময় রাত ৯টায় সিনেমা লা প্লাটার সিনেমা ওচো হলে এ ঘটনা ঘটে।
এ সময় দর্শকরা ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’ মুভিটি দেখছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ছাদের একটি বড় অংশ ধসে পড়ে ২৯ বছর বয়সী ফিয়াম্মা ভিলাভের্দের ওপর। যিনি তার ১১ বছরের কন্যা ও এক বন্ধুর সঙ্গে সিনেমা দেখছিলেন।
ফিয়াম্মা ভিলাভের্দে বলেন, প্রথমে আমরা ভেবেছিলাম, এটি মুভিরই অংশ। কিন্তু পরে একটি বড় টুকরো আমার ওপর পড়ে! ধ্বংসস্তূপ তার কাঁধ, পিঠ, হাঁটু ও গোড়ালিতে আঘাত করে।
আরওপড়ুন<<>>বৃষ্টিতে ভাঙল দিল্লি বিমানবন্দরের ছাদ, অত:পর...
মাথায় খানিকটা আঘাত পাওয়ার কারণে প্রাণে বেঁচে যান তিনি। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা তার শরীরে কালো দাগ শনাক্ত করে।
এমন আঘাত পাওয়ার পর ফিয়াম্মা বর্তমানে সাইকিয়াট্রিক চিকিৎসা নিচ্ছেন এবং ভিড়ের জায়গায় যেতে ভয় পান। তিনি সিনেমা হলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরিকল্পনা করেছেন, কারণ চোটের কারণে তাকে কয়েক দিন কর্মস্থলে জেতে নিষেধ করেছে কর্তব্যরত চিকিৎসক।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছাদ ধসের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, সিনেমা হলের মেঝে জুড়ে ছাদের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এছাড়াও ওই সময় দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
সিনেমা হল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি।
উল্লেখ্য, ‘ফাইনাল ডেস্টিনেশন’ মুভিটির সিরিজগুলো বেশ পরিচিত অপ্রত্যাশিত মৃত্যুর নাটকীয় দৃশ্য জন্য। যেখানে চরিত্রগুলো দুর্ঘটনায় মারা যায়। সিনেমা হলে আসল জীবনেই এমন দুর্ঘটনা ঘটায় হতবাক দর্শকরা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।