Apan Desh | আপন দেশ

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা ভারতের, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৫, ৭ মে ২০২৫

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা ভারতের, নিহত  ৮

ছবি: সংগৃহীত

জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে গিয়েছিল। পাল্টাপাল্টি পদক্ষেপে সামরিক সংঘাতের আশঙ্কা করেছিলেন অনেকেই। অবশেষে সে শঙ্কাই সত্যিতে পরিনত হলো। মঙ্গলবার (০৬ মে) মধ্যরাতে পাকিস্তানের ছয়টি অঞ্চলে সশস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। 

নিহতদের মধ্যে তিন বছরের এক শিশু এবং একাধিক নারী রয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, পাল্টা জবাবে তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং একটি ব্রিগেড সদর দফতর ও একটি চেকপোস্ট গুঁড়িয়ে দেয়া হয়েছে। 

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, এটি কাপুরুষোচিত ও উসকানিমূলক হামলা। আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং দিয়ে যাব।

বাহাওয়ালপুরের আহমদপুর ইস্টে সুবহান মসজিদে চারটি হামলায় পাঁচজন নিহত হন, যাদের একজন শিশু। আহত হন ৩১ জন। এছাড়া মুজাফফরাবাদে বিলাল মসজিদ, কোটলিতে আাব্বাত মসজিদ, মুরিদকের উমালকুরা মসজিদে হামলায় আরও হতাহতের ঘটনা ঘটে।

পাল্টা জবাবে পাকিস্তান বিমান বাহিনী ভারতের ভাটিন্ডা, আখনূর এবং আওয়ান্তিপোরা এলাকায় তিনটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামায়। রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি জানিয়েছে, পাকিস্তানি বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পাক প্রধানমন্ত্রী বুধবার (০৭ মে) স্থানীয় সময় সকাল ১০টায় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ভারত প্রমাণ ছাড়া বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। আমাদের প্রতিরোধ চলছে এবং চলবে।

পেহেলগামে হামলার পেছনে পাকিস্তানের সম্পৃক্ততার দাবি অস্বীকার করে দেশটি বলেছে, শান্তির ইচ্ছাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। এ হামলার জবাব খুব কঠোর হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়