Apan Desh | আপন দেশ

জুলাই গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ২০:২২, ৭ মে ২০২৫

জুলাই গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ

ছবি: আপন দেশ

সাতক্ষীরায় বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির। তারা জুলাই মাসের ‘গণহত্যা’র বিচার, এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে  এ বিক্ষোভ করে।

বুধবার (গ৭ মে) বিকেল ৪টায় শহরের তুফান মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ের আসিব চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন, সাতক্ষীরা শহর শিবির সভাপতি আল মামুন, জেলা সভাপতি ইমামুল হোসেন, সাবেক কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমানসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান।

বক্তারা বলেন, বিপ্লবের এক বছর পার হলেও গুম, খুন, রাজনৈতিক মামলার কোনো বিচার হয়নি। এখনো অনেকে মিথ্যা মামলায় কারাবন্দি। তারা এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করে বলেন, ন্যায়বিচার না পেলে ছাত্র জনতাকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে বক্তারা আরও বলেন, বিগত সরকার রাজনৈতিক প্রতিহিংসা ও দমন-পীড়নের মাধ্যমে আন্দোলন দমন করতে গিয়ে বহু নেতা-কর্মীকে হত্যা ও কারাবন্দি করেছে। এসবের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়