
পাকিস্তান ভূখণ্ডে ভারতের হামলা
পাকিস্তান ভূখণ্ডের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। বুধবার (০৭ মে) সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, সরকারি সূত্র জানিয়েছে, পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারত পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালায়।
এ হামলায় ৭০ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। হামলায় ব্যবহার করা হয় ২৪টি ক্ষেপণাস্ত্র।
অপারেশন সিন্দুর নামে এ হামলায় মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালকোট, চকস্বরী, ভিম্বার, নীলম ভ্যালি, ঝিলাম এবং চকওয়াল এ নয়টি লক্ষ্যবস্তুতে হামলা হয়। এতে আরও অন্তত ৬০ জন ‘সন্ত্রাসী’ আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমটি আরও জানায়, এ স্থানগুলোকে সন্ত্রাসী কার্যকলাপের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল বলে জানিয়েছে ভারতের সরকারি সূত্র। লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদের সাথে সম্পর্কিত শিবিরগুলোতে লক্ষ্য করে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
তবে পাকিস্তানের দাবি বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে ভারত। হামলায় লক্ষ্যবস্তু করা হয় দুটি মসজিদকেও। পাকিস্তান ভূখণ্ডে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
নিহতদের মধ্যে তিন বছরের এক শিশু এবং একাধিক নারী রয়েছেন বলেও জানায় ইসলামাবাদ।
এ হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি ভারতের মিসাইল হামলার জবাবে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের সেনাবাহিনী।
এ ছাড়া ভারতের ভূখণ্ডে পাক বাহিনীর হামলায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।