
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনো লক্ষণ আপাতত নেই। কূটনৈতিক নানা প্রচেষ্টা ব্যর্থ হলে এবার এক ভিন্নধর্মী প্রস্তাব নিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট ও ২০২৬ বিশ্বকাপ আয়োজক দেশের নেতা ডোনাল্ড ট্রাম্প।
তার মতে, ফুটবল হতে পারে শান্তির নতুন সেতু।
২০১৮ সালে বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়ার ২০২৬ আসরে তাদের কোনো জায়গা নেই। ইউক্রেনে ২০২২ সালের হামলার পর থেকে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ রয়েছে রুশ ফুটবল দল।
এই নিষেধাজ্ঞা সম্পর্কে ২০২৬ বিশ্বকাপ টাস্কফোর্সের এক বৈঠকে প্রথম জানতে পারেন ট্রাম্প।
সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছ থেকে রাশিয়ার নিষেধাজ্ঞার কথা শুনে ট্রাম্প বলেন, আমি এটা জানতাম না, সত্যি? ইনফান্তিনো তখন জানান, তারা আপাতত নিষিদ্ধ, তবে আমরা আশা করি শান্তি ফিরবে।
রাশিয়া আবার ফুটবলে ফিরবে। ট্রাম্প সেখানে যুক্ত করেন, এটা তো ভালো একটা প্রণোদনা হতে পারে। আমরা চাই, তারা (যুদ্ধ) থামাক। প্রতি সপ্তাহে পাঁচ হাজার তরুণ মারা যাচ্ছে-এটা অবিশ্বাস্য।’
রাশিয়ার টেস্টবিহীন অবস্থা শুধু মাঠে নয়, কূটনীতিতেও স্পষ্ট। ২০২১ সালের নভেম্বরের পর থেকে তারা কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি। খেলেছে ১৬টি প্রীতি ম্যাচ, যার ১১টিতে জয় পেলেও আন্তর্জাতিক মঞ্চে ফিরতে এখনও পথ পেরোতে হবে যুদ্ধ থামিয়ে।
এই বিষয়ে উয়েফা সভাপতি সেফেরিনেরও অবস্থান পরিষ্কার, ‘যুদ্ধ শেষ হলেই রাশিয়া ফিরবে ফুটবলে।’
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে খেলাধুলা দেখতে এলে বিদেশি দর্শকদের খেলা শেষে দেশে ফিরতে হবে, আমরা উদ্যাপন চাই, উত্তেজনা চাই, কিন্তু সময় শেষ হলে তাদের বাড়ি ফিরে যেতে হবে।
২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ৭৮টি ম্যাচ আয়োজন করবে, যার মধ্যে রয়েছে ফাইনাল। আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ, যেখানে ১২টি স্টেডিয়ামে খেলবে শীর্ষ ক্লাবগুলো।
হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, এই টুর্নামেন্ট থেকে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির পূর্বাভাস পাওয়া যাবে।
বিশ্বকাপের মতো ক্রীড়া আসর নিয়ে যখন বিশ্বজুড়ে উন্মাদনা, তখন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ও নিষিদ্ধ রাশিয়া ফুটবলের সীমানার বাইরে।
ট্রাম্পের আশা-এই খেলার টোপ হয়তো টেনে আনতে পারে আলোচনার নতুন দরজা।
আপন দেশ/আরআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।