Apan Desh | আপন দেশ

চার দফা দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৯, ৭ মে ২০২৫

চার দফা দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

৪ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের ভিসি ভবনের সামনে অবস্থান

আবাসন ভাতা, হল নির্মাণ ও বাজেট বৈষম্য দূরীকরণসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (০৭ মে) সকাল ১০টায় ভাস্কর্য চত্বর থেকে মিছিল শুরু হয়ে ভিসি ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানেই অবস্থান নেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘প্রহসনের বাজেট মানী না, মানবো না,’ ‘বৈষম্যের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’,‘বাজেট নিয়ে বৈষম্য মানী না, মানবো না’, ‘ইউজিসির গদিতে, আগুন জ্বালো একসঙ্গে,’ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইউজিসি দীর্ঘদিন ধরে বাজেট বরাদ্দে বৈষম্য করে আসছে। যা শিক্ষার্থীদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে আবাসন সংকট, খাবারের খরচ ও ঘিঞ্জি পরিবেশে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশ বলেন, ২০২৪ সালের আন্দোলনে এমন কোনো দিন ছিল না, যেদিন পুরান ঢাকায় আন্দোলন হয়নি। আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনারা মন্ত্রণালয় গঠন করেছেন, অথচ আজ আমাদের উপরই বৈষম্য করছেন। আবাসন ভাতা ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলতে পারে না। আমাদের ৯০-৯৫ শতাংশ শিক্ষার্থী টাকার অভাবে সকালের নাশতা খেতে পারে না। পুরান ঢাকার ঘিঞ্জি পরিবেশে আমরা মানবেতর জীবনযাপন করছে।

পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব আন্দোলনেই সক্রিয়ভাবে অংশ নিয়েছে। ইউজিসি চেয়ারম্যানকে উদ্দেশ করে তিনি বলেন, আপনার সে পদে বসতে জবি শিক্ষার্থীদের ত্যাগ আছে। সুতরাং বৈষম্য বন্ধ করুন জবির। শিক্ষার্থীদের আবাসনসহ চার দাবি দ্রুত মেনে নিন। তা না হলে আমরা শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করবো।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো চলবে, নয়তো চিরতরে বন্ধ হয়ে যাবে। ঢাকার মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাজেটে এত বৈষম্য কোনোভাবেই মেনে নেয়া যায় না।

এ বিষয়ে ইউজিসি'র পূর্ণকালীন সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবির প্রতি সহানুভূতিশীল। শিক্ষার্থীদের আবাসন ভাতা দেয়ার চেষ্টা করছি। তাদের চার দফা দাবি পূরণে সর্বোচ্চ চেষ্টা করছি। তবে আমাদেরও সীমাবদ্ধতা আছে। বাজেট বৃদ্ধির নীতিমালাতেও ত্রুটি আছে, এজন্য আমরা ইউজিসি সংস্কারের প্রস্তাব দিয়েছি।

উল্লেখ্য, শিক্ষার্থীদের চার দফা দাবি হলো-

১. ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি করা ও অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করা।

২. দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং পুরান ঢাকায় হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ সম্পন্ন করা।

৩. আগামী ১০ মে’র মধ্যে শুরু করা।বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ১৫ দিন অন্তর দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি মুক্তমঞ্চে ব্রিফ করার বাধ্যবাধকতা আরোপ করা।

৪. আগামী ১৫ মে’র মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়