
ছবি: আপন দেশ
কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে ৮ জন বাংলাদেশি ও বাকি ৩৬ জন রোহিঙ্গা বলে ধারণা করছে স্থানীয়রা।
বুধবার (০৭ মে) ভোরে এসব ব্যক্তি ভারতের দিক থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ৩০ জন ও ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে ১৪ জন অনুপ্রবেশ করে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় কথাবার্তা ও আচরণে অস্বাভাবিকতা দেখে তারা বিষয়টি পুলিশ ও বিজিবিকে জানান। পরে বিজিবি এসে তাদের আটক করে নিজ হেফাজতে নেয়।
আরও পড়ুন>>>জোরপূর্বক ৭৯ ভারতীয় মুসলিমকে বাংলাদেশে পাঠালো বিএসএফ
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, রৌমারী সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জন প্রবেশ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। পরিচয় যাচাই চলছে।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক বলেন, ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে আটক হওয়া ১৪ জনের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আমরা নিশ্চিত হয়েছি তারা সবাই রোহিঙ্গা।
জামালপুর বিজিবি সূত্র জানায়, রৌমারীতে আটক ৩০ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক। বাকিদের পরিচয় যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।