Apan Desh | আপন দেশ

জোরপূর্বক ৭৯ ভারতীয় মুসলিমকে বাংলাদেশে পাঠালো বিএসএফ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৬, ৭ মে ২০২৫

আপডেট: ১৮:৫৭, ৭ মে ২০২৫

জোরপূর্বক ৭৯ ভারতীয় মুসলিমকে বাংলাদেশে পাঠালো বিএসএফ

ভারতীয় মুসলিম নাগরিক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৭৯ জন ভারতীয় মুসলিম নাগরিককে বাংলাদেশে ঢুকিয়েছে। বুধবার (০৭ মে) ভোররাতে তাদের জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রথম দফায় মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর সীমান্ত দিয়ে তিনটি পরিবারের প্রায় ২৭ জন নারী-শিশুসহ ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেন। তারা স্থানীয় আবু তাহেরের বাড়িতে আশ্রয় নেন। তাহের জানান, বিএসএফ সদস্যরা তাদের গুজরাট থেকে ত্রিপুরায় এনে গভীর রাতে কাটাতার পেরিয়ে ছেড়ে দেয়।

এছাড়া যামিনীপাড়ার ২৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তাইন্দং বিওপি সীমান্ত দিয়ে ২২ জন ও ৩২ বিজিবির রুপসেনপাড়া বিওপি সীমান্ত দিয়ে আরও ৩০ জন ভারতীয় মুসলিম বাংলাদেশে প্রবেশ করে। এদের সবার দাবি, তাদের পূর্বপুরুষরা বাংলাদেশের নাগরিক ছিলেন।

আরও পড়ুন>>>শেখ হাসিনাকে দুদকে তলব

সীমান্তে এখন বিজিবির হেফাজতে রয়েছে তারা। খাগড়াছড়ির দায়িত্বরত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, মোট ৭৯ জন ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করেছে। তারা বিজিবির হেফাজতে আছে। প্রশাসন তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করছে।

বিশ্বস্ত সূত্র জানায়, এ ৭৯ জন ছাড়াও আরও ৪০০–৫০০ জন ভারতীয় মুসলিম নাগরিক গুজরাট থেকে বিমানযোগে ত্রিপুরা রাজ্যে এনে সীমান্তে রাখা হয়েছে। তাদেরকেও শিগগির খেদাছড়া, যামিনীপাড়া, পানছড়িসহ বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে বিজিবি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ভারতের এ ‘পুশ ইন’ কৌশল আন্তর্জাতিক মানবাধিকার আইন ও দ্বিপাক্ষিক সীমান্ত চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়