Apan Desh | আপন দেশ

জেলেনস্কিকে ট্রাম্প পেটাননি, এটাই বিস্ময়ের: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ১ মার্চ ২০২৫

জেলেনস্কিকে ট্রাম্প পেটাননি, এটাই বিস্ময়ের: রাশিয়া

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিগত আড়াইশ বছরে যা হয়নি, তা দেখতে হলো শুক্রবার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স উত্তপ্ত বাক্যবানে জর্জরিত করলেন। বৈঠকে জেলেনস্কি নিজ দেশের পক্ষে সাফাই গেয়ে একটি বাক্যও সম্পূর্ণ করতে পারেননি। বাক্য শেষ হওয়ার আগেই কথা কেড়ে নিয়ে তাকে আক্রমণ করেছেন ট্রাম্প ও ভান্স। কথা ছিল দুই দেশের মধ্যে খনিজ পদার্থ নিয়ে একটি চুক্তি হবে। চুক্তিতো হয়নি, উল্টো পুরো পরিস্থিতি ইউক্রেনের বিপরীতে চলে গেছে।

হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে বেশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। শনিবার (০১ মার্চ) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রাম পোস্টের মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।  

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রাম পোস্টে লেখেন, আমি মনে করি, জেলেনস্কির একগাদা মিথ্যা কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাটি ছিল, হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন, ২০২২ সালে কিয়েভ সরকার একা ছিল। কোনো সমর্থন পায়নি।

মারিয়া জাখারোভা আরও লেখেন, ট্রাম্প ও ভ্যান্স কীভাবে প্রহার করা থেকে বিরত ছিলেন তা সংযম প্রদর্শনের এক অলৌকিক ঘটনা।

এদিকে, এ ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এক্স পোস্টে জেলেনস্কিকে একজন ‘উদ্ধত শূকর’ মন্তব্য করে বলেন ‘অবশেষে উদ্ধত শূকরটি ওভাল অফিসে একটি উপযুক্ত থাপ্পড় খেয়েছে’।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি চূড়ান্ত করা এবং তা সই করার আগে দিয়ে অনুষ্ঠিত হয় ট্রাম্প ও জেলেনস্কির এ বৈঠক হয়। হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত ওই বৈঠক শুরু হয়েছিল চিরপরিচিত সৌহার্দ্যপূর্ণ দেহভঙ্গির মধ্য দিয়েই। প্রথা অনুযায়ী দুই প্রেসিডেন্ট হাত মেলানোর মধ্য দিয়ে বৈঠক শুরু হয়। কিন্তু সময়ের সঙ্গে তাদের দুজনের মধ্যে বার বার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

আলোচনার একপর্যায়ে ক্ষুব্ধ ট্রাম্প জেলেনস্কিকে বলেন, একটি চুক্তি করুন, নইলে আমরা বেরিয়ে যাই।’ জবাবে জেলেনস্কি বলেন, আমরা নিজেদের দেশেই আছি। (যুদ্ধের) পুরো সময় আমরা দৃঢ়তার সঙ্গেই আছি। আপনাদের সাহায্যের জন্য আমরা এমনকি ধন্যবাদও জানিয়েছি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়