Apan Desh | আপন দেশ

নরেন্দ্র মোদি হিন্দুই না: রাহুল গান্ধি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ২ জুলাই ২০২৪

আপডেট: ১২:১০, ২ জুলাই ২০২৪

নরেন্দ্র মোদি হিন্দুই না: রাহুল গান্ধি

ছবি : সংগৃহীত

ভারতের ক্ষমতাসীন বিজেপি শিবিরের উদ্দেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেছেন, নরেন্দ্র মোদি সমগ্র হিন্দু সমাজ নন। বিজেপি পুরো হিন্দু সমাজ নয়। আরএসএস সমগ্র হিন্দু সমাজ নয়। এটা বিজেপির কোনও চুক্তি নয়।

সোমবার (১ জুলাই) লোকসভা অধিবেশনে তিনি এসব কথা বলেন। রাহুলের বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ।

রাহুল আরও বলেন, আমাদের সমস্ত মহাপুরুষরা অহিংসার কথা বলেছেন… কিন্তু যারা নিজেদেরকে হিন্দু বলে দাবি করেন, তারা শুধু হিংসা, ঘৃণা, অসত্যের কথা বলেন…  আপনারা হিন্দুই না।

এর পাল্টা জবাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-ও। রাহুলের বক্তব্যের পর নরেন্দ্র মোদি বলেন, গোটা হিন্দু সমাজকে এভাবে হিংসত্মক বলে দাবি করা হচ্ছে। এটা খুবই গুরুতর বিষয়।

তখন রাহুল গান্ধিও ছেড়ে কথা বলেননি। মোদির জবাবে বলেছেন, নরেন্দ্র মোদি সমগ্র হিন্দু সমাজ নন। বিজেপি পুরো হিন্দু সমাজ নয়। আরএসএস সমগ্র হিন্দু সমাজ নয়। এটা বিজেপির কোনও চুক্তি নয়।

সোমবার লোকসভায় ভাষণ দেয়ার সময় শিবঠাকুরের একটি ছবি তুলে ধরেন রাহুল গান্ধি। তবে তাতে বাধা দিয়ে স্পিকার ওম বিড়লা বলেন, ‘সংসদে কোনও প্ল্যাকার্ড প্রদর্শনের নিয়ম নেই।

শিবঠাকুরের উল্লেখ করে রাহুল বলেন, যদি শিবঠাকুরের ছবি দেখেন, তাহলে দেখবেন, হিন্দুদের মনে কোনও ভয় নেই, হিংসা নেই, ঘৃণা নেই। তবে এ বিজেপি ভয় ছড়িয়ে দেয়। ২৪ ঘণ্টা ঘৃণা ছড়াতে থাকে।

রাহুল গান্ধি তার বক্তব্যের পুরোটা সময় বেশ কড়া ভাষায় সরকারকে আক্রমণ করেন।

তিনি বলেন, ভারতের ধারণা, সংবিধান এবং বিজেপির প্রস্তাবিত ধারণার বিরোধী লক্ষ লক্ষ লোকের ওপর নিয়ম মাফিক আক্রমণ করা হচ্ছে। আমার ওপরেও আক্রমণ করা হয়েছে। বিরোধীদের অনেকের ওপর ব্যক্তিগতভাবে হামলা হয়েছে। যারা যারা ক্ষমতা, সম্পদের কেন্দ্রীভূত করার বিরোধিতা করেছেন তাদেরকে আক্রমণ করা হয়েছে। আর যারা দরিদ্র, দলিত, সংখ্যালঘু ও আদিবাসীদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তাদেরও নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে।

আপন দেশ/এইউ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়