
ছবি : আপন দেশ
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) মানসিক স্বাস্থ্য সচেতনতা ও শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা বৃদ্ধিতে উপস্থাপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার।
পরে মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি সেশন পরিচালনা করেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ ডা. মেখলা সরকার।
অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক উদ্বোধনী বক্তব্যে মানসিক স্বাস্থ্যকে চিকিৎসা শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের মানসিকভাবে সুস্থ থেকে একাডেমিক চ্যালেঞ্জ মোকাবেলার আহবান জানান।
আরও পড়ুন<<>>শজিমেকে জুলাই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
মানসিক স্বাস্থ্যবিষয়ক সেশনে ডা. মেখলা সরকার চিকিৎসা শিক্ষার্থীদের উদ্দেশে মানসিক চাপ, উদ্বেগ, অবসাদ ও চিকিৎসা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত মানসিক চ্যালেঞ্জ নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা করেন।
তিনি বলেন, একজন ভালো চিকিৎসক হতে হলে আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত ও স্থিত রাখতে হয়।
এ সেশনে আরও উপস্থিত ছিলেন শজিমেক মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মারুফুল হক এবং সাইকিয়াট্রিস্ট ডা. আজিজুল হাকিম বাপ্পা। তারা শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
প্রথম বর্ষের এমবিবিএস শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয় উপস্থাপনা প্রতিযোগিতা। ‘স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান’ বিষয়ক এ প্রতিযোগিতায় ১২০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা তথ্য-উপাত্তনির্ভর ও বিশ্লেষণধর্মী উপস্থাপনার মাধ্যমে তাদের জ্ঞান ও চিন্তাশক্তির অনন্য বহিঃপ্রকাশ ঘটান।
দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএফএমএসএ) বাংলাদেশের এ আয়োজনে উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র শিক্ষকবৃন্দ, একাডেমিক স্টাফ ও সকল বর্ষের শিক্ষার্থীরা।
আপন দেশ/জেডআই