Apan Desh | আপন দেশ

ড্যাবের নতুন সভাপতি হারুন, মহাসচির শাকিল 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৪, ১০ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:১৬, ১২ আগস্ট ২০২৫

ড্যাবের নতুন সভাপতি হারুন, মহাসচির শাকিল 

ছবি : আপন দেশ

বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কাউন্সিল নির্বাচনে সভাপতি পদে প্রফেসর ডা. হারুন আল রশীদ ও মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল নির্বাচিত হয়েছেন। শনিবার (০৯ আগস্ট) অনুষ্ঠিত নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৩ হাজার ১৩১ জন।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার। ভোট গণনা শেষে রাত সাড়ে ১২টার পর তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এসময় কমিশনের অন্যান্য সদস্য, দুই প্যানেলের প্রার্থী এবং ড্যাবের নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতি পদে ডা. হারুন আল রশীদ ১ হাজার ৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক পান ১ হাজার ২০২ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে ডা. আবুল কেনান ১ হাজার ৩৩০ ভোট পেয়ে জয়ী হন, যেখানে প্রতিদ্বন্দ্বী ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষার পান ১ হাজার ২৩৩ ভোট।

মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল ১ হাজার ৪৫৮ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. আব্দুস শাকুর খান পান ১ হাজার ৭৯ ভোট।

আরওপড়ুন<<>>শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল

কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান ১ হাজার ৩১২ ভোটে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ডা. তৌহিদুল ইসলাম জন পান ১ হাজার ২৫৯ ভোট। সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. একেএম খালেকুজ্জামান দিপু ১ হাজার ৩১৬ ভোটে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ডা. আবু মো. আহসান ফিরোজ পান ১ হাজার ২৪৯ ভোট।

নির্বাচনে মোট ৩ হাজার ১১৭ ভোটারের মধ্যে ২ হাজার ৬০০ জন ভোট দেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ফলাফল ঘোষণার পর বিজয়ীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

দুই প্যানেলের মধ্যে অধ্যাপক ডা. হারুন আল রশিদ ২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ড্যাবের নেতৃত্বে ছিলেন। ডা. আজিজুল হক ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ড্যাবের সভাপতি ছিলেন।

নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফর রহমান জানান, অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং প্রতিদ্বন্দ্বিতা ছিল উল্লেখযোগ্য। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতৃত্ব নির্বাচন করেছেন, যা গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক দৃষ্টান্ত।

পূর্ণ প্যানেলে বিজয়ের পর নবনির্বাচিত সভাপতি ডা. হারুন আল রশিদ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভোটাররা সুচিন্তিতভাবে সঠিক নেতৃত্ব বেছে নিয়েছেন। চিকিৎসক সমাজ আমাদের ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। সবার সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

আপন দেশ/জেডআই

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়