Apan Desh | আপন দেশ

শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:৪১, ২০ জুলাই ২০২৫

আপডেট: ২১:৩৮, ২০ জুলাই ২০২৫

শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল

ফাইল ছবি

কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে অ্যাডহকভিত্তিতে নিয়োগ দেয়া ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল করা হয়েছে।

রোববার (২০ জুলাই) ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিকিৎসকের সঙ্কট থাকায় জরুরি ভিত্তিতে অ্যাডহক ব্যবস্থায় ওই চিকিৎসদের নিয়োগ দেয়া হয়েছিল। তবে বিষয়টি সঠিক প্রক্রিয়া মেনে হয়নি। এ কারণে সেটি আবার বাতিল করা হয়েছে। আমরা আমার পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেব, সব প্রক্রিয়া মেনে চিকিৎসক নিয়োগ দেয়া হবে।

আরও পড়ুন>>>ব্লু প্রিন্টে নেতৃত্বশূন্য ইসলামী ব্যাংক, বোর্ড মিটিং স্থগিত

জানা গেছে, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গত ৪ জুলাই মেডিকেল অফিসার পদে ৬৫ জনকে নিয়োগ দেয়া হয়। তবে নিয়োগ প্রক্রিয়া না মানায় বিষয়টি নিয়ে সমালোচনা হয়।

পরে এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত শেষে প্রাথমিকভাবে নিয়োগ বাতিলের সুপারিশ করে।

বঞ্চিত চিকিৎসকদের অভিযোগ, লিখিত বা মৌখিক পরীক্ষার ব্যবস্থা না থাকায় যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন।

আপন দেশ/এমবি

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়