Apan Desh | আপন দেশ

জীবনের কঠিন অভিজ্ঞতার কাথা জানালেন শাহরুখ খান

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৪, ২৪ অক্টোবর ২০২৫

জীবনের কঠিন অভিজ্ঞতার কাথা জানালেন শাহরুখ খান

শাহরুখ খান।

শাহরুখ খান এখন বলিউডের ‘বাদশা’। তিনি ‘কিং’ হিসেবে পরিচিত। সম্প্রতি তিনি বিলিয়নিয়ারের তালিকায় এসেছেন। তার সম্পদের পরিমাণ আনুমানিক ১.৪ বিলিয়ন ডলার (প্রায় ১২,৪৯০ কোটি টাকা)। অভিনয়ে তিনি যেমন রোম্যান্টিক, তেমনি অ্যাকশনেও মাত দেন। ‘জাওয়ান’ ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। এ সাফল্যের পেছনে আছে জীবনের কঠিন লড়াই।

২০১২ সালে এক সাক্ষাৎকারে শাহরুখ তার ব্যক্তিগত কষ্টের কথা বলেন। অল্প বয়সেই তিনি বাবা-মাকে হারিয়েছিলেন। এ শোক তার ও তার বোন শেহনাজ লালারুখ খানের জীবনে বড় প্রভাব ফেলেছিল। বাবা-মাকে হারিয়ে শেহনাজ মানসিকভাবে খুব ভেঙে পড়েন। শাহরুখ জানান, সে সময় বোন কাঁদতেন না, কথাও বলতেন না। শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। তার কাছে পৃথিবীটাই পাল্টে গিয়েছিল।

শাহরুখ স্মরণ করেন এক কঠিন সময়ের কথা। ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ (DDLJ) ছবির শুটিং চলছিল। সে সময় শেহনাজকে হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসকরা বলেছিলেন, তাকে বাঁচানো কঠিন। সে সময় শাহরুখ ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’ গানের শুটিং করছিলেন। তিনি বোনকে সুইজারল্যান্ডে নিয়ে গিয়ে চিকিৎসা করান। তিনি জানান, মাশাআল্লাহ, এখন সে অনেকটা ভালো আছে, তবে কিছু শারীরিক দুর্বলতা এখনও আছে।

শাহরুখ বলেন, তার বোন বাবার হঠাৎ মৃত্যু মেনে নিতে পারেননি। এ শোক তাকে গ্রাস করে। এর দশ বছর পর মা মারা যাওয়ার পর বোন নিজেকে আর সামলাতে পারেননি। শেহনাজ অত্যন্ত মেধাবী। বাবা-মা যেমন চেয়েছিলেন, তিনি এমএ এবং এলএলবি পাশ করেছেন।

শাহরুখ নিজের মানসিক লড়াইয়ের কথাও বলেন। তিনি স্বীকার করেন, তিনি সবার সামনে ভালো থাকার অভিনয় করতেন। নিজের দুঃখ লুকিয়ে রাখতেন। বোনকে তিনি খুব ভালোবাসেন। তিনি মনে করেন, বোন তার চেয়ে অনেক ভালো মানুষ। খুবই সরল।

কিং খান আবেগপ্রবণ হয়ে বলেন, তার সন্তানেরাও তাদের চেয়ে ফুফুকে বেশি ভালোবাসে। শাহরুখ বলেন, আমি কাজ করি, হাসি-ঠাট্টা করি। কারণ যদি এটা না করতাম, আমি হয়তো বোনের মতোই অবসাদে ভুগতাম। সে অবসাদ এড়ানোর জন্যই আমি অভিনয় করি।

বর্তমানে শাহরুখ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এ ছবিতে তার সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও সুহানা খান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়