Apan Desh | আপন দেশ

‘বাংলাদেশেও বড় করে পূজা হয়’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ১ অক্টোবর ২০২৫

‘বাংলাদেশেও বড় করে পূজা হয়’

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলাতেই সমান তালে কাজ করে যাচ্ছেন তিনি। এ অভিনেত্রী সবসময় বলেন কলকাতা তার দ্বিতীয় বাড়ি। এবারও দুর্গাপূজার সূচনা করেছেন কলকাতায়। পূজা পরিক্রমা শেষে নবমীর সকালে ঢাকায় ফিরেছেন জয়া।

কলকাতায় পূজার আনন্দ চুটিয়ে উপভোগ করেছেন। ঢাকার বিমানে ওঠার আগে সে অভিজ্ঞতা জানিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে জয়া আহসান বলেন, দারুণ লাগছে। রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা- সবই হয়েছে। সঙ্গে আবার পূজা পরিক্রমাও ছিল।

কলকাতার প্রতি গভীর টান থাকলেও দেশের টানেই তার এ তড়িঘড়ি ফেরা। দু’দেশের পূজা নিয়েই সমান আবেগ রয়েছে তার।

আরও পড়ুন<<>>যে দৃশ্য বদলে দিয়েছে অভিনেত্রীর জীবন

দু’দেশের পূজার মধ্যে পার্থক্য নিয়েও মুখ খুলেছেন তিনি। জয়ার কথায়, ‘হ্যা, সে তো একটু আছেই। বাংলাদেশেও বড় করে পূজা হয়। খাওয়া-দাওয়ার বিষয়ও আছে। তবে কলকাতার মতো নয়। কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা।’

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে জয়া আহসান যে কম্পাউন্ডে থাকেন, সেখানে বেশ ঘটা করে দুর্গাপূজা হয়। বিশাল মণ্ডপ তৈরি হয়, প্রতিমা দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। জয়া জানান, সে মণ্ডপে যোগ দিতেই কলকাতা থেকে দ্রুত দেশে ফেরা। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়