
জনপ্রিয় অভিনেত্রী পরীমণি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। এ চিত্র নায়িকা প্রায়ই আলোচনায় থাকেন নানা কারণে। তিনি পারিবারিক জীবনের নানা গল্প, ভালো লাগা, আবেগ সবটাই ভক্তদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন।
সে ধারাবাহিকতায় জীবনের এক অজানা অধ্যায়ের কথা শোনালেন পরী। জানালেন, ছোটবেলায় নাচ শেখার জন্য ভর্তি হয়েছিলেন একটি স্কুলে। কিন্তু সেখানে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে সামনে থেকে দেখে এতটাই অভিভূত হয়েছিলেন যে, ভয়ে কিংবা লজ্জায় পালিয়ে যান এবং আর কোনোদিন ওই স্কুলে ফিরে যাননি।
এ অভিনেত্রী বর্তমানে দুই সন্তানের জননী। একটি নিজের গর্ভের। পাশাপাশি, গত বছর তিনি একটি কন্যাশিশুকে দত্তক নিয়েছেন, যার নাম প্রিয়ম। বর্তমানে দুই সন্তান ও কাজ নিয়েই তার সময় কাটছে।
আরও পড়ুন<<>>‘বাংলাদেশেও বড় করে পূজা হয়’
সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে পরীমণি জানান, তিনি আরো সন্তান নিতে চান। তার ভাষায়, সন্তানদের জন্যই তার জীবনযাপনে বড় পরিবর্তন এসেছে। আগে সঞ্চয়ের অভ্যাস না থাকলেও এখন নিয়মিত সঞ্চয় করেন তাদের ভবিষ্যতের কথা ভেবে।
সাক্ষাৎকারে মজার ছলে তিনি বলেন, “আমি পুণ্য ও প্রিয়মের মা। তবে ইচ্ছা আছে একশো সন্তানের মা হওয়ার। তার মানে সেঞ্চুরি করতে চান তিনি।
এতগুলো সন্তানের দায়িত্ব নিতে চাই, আর প্রার্থনা করি আল্লাহ যেন তাদের মানুষ করার মতো সামর্থ্য দেন। কারণ এ সময়ে সন্তান বড় করতে যথেষ্ট অর্থের প্রয়োজন।
মা হিসেবে নিজের অবস্থান প্রসঙ্গে পরীমণির মন্তব্য, নায়িকা হিসেবে আমি ব্যর্থ হতে পারি, কিন্তু মা হিসেবে কোনোদিন নিজেকে ব্যর্থ হতে দেব না।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।