Apan Desh | আপন দেশ

কাকে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ২৮ সেপ্টেম্বর ২০২৫

কাকে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর?

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তিনি কেবল অভিনয়ের দক্ষতায় নয়, পাশাপাশি গায়িকা, অভিনেত্রী ও নৃত্যশিল্পী হিসেবে বলিউডের শীর্ষ নায়িকাদের একজন হয়েছেন। চলতি বছরটা অবশ্য দুর্দান্ত কাটছে শ্রদ্ধার। অমর কৌশিকের ‘স্ত্রী ২’ দিয়ে রীতিমতো বাজিমাত করেছেন তিনি। সেখান থেকে আয়ের অঙ্কটা ছিল অপ্রত্যাশিত।

সে যাই হোক এবার ভক্তদের প্রত্যাশিত এক সুখবর দিলেন এ বলিউড গার্ল। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে সাত পাঁক ঘুরবেন তিনি। তবে কাকে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর, তা নিয়ে রয়েছে বিস্তর আলোচনা-সমালোচনা।

আরও পড়ুন<<>>ফেসবুকে ভুয়া প্রোফাইল নিয়ে ক্ষুব্ধ প্রভা

একটি সূত্র জানায়, প্রেমিক লেখক রাহুল মোদিকেই বিয়ে করতে পারেন বলে জানা গেছে। বেশ কিছু দিন ধরেই রাহুলের সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর পাওয়া গেছে। দুজনকে একসঙ্গে একাধিকবার বিমানে ভ্রমণ করতেও দেখা গেছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানান ছবি ও ভিডিও। যদিও এ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন শ্রদ্ধা কাপুর।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অভিনেত্রীর খাওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন রাহুল মোদি। সে দৃশ্যে অভিনেত্রীকে লজ্জা পেতেও দেখা যায়। এরপর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে— ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন তারা। যদিও বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি শ্রদ্ধা কাপুর কিংবা রাহুল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়