
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু
ভারতের দক্ষিণী সিনেমার সবচেয়ে আকর্ষণীয় অভিনেত্রী বলা হয় সামান্থা রুথ প্রভুকে। ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় প্রেম করে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্যকে। তবে সে সংসার দীর্ঘস্থায়ী হয়নি। দু’জনের বিচ্ছেদের পর নাগা বিয়ে করেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে। বসে নেই সামান্থাও।
জানা গেছে, অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় এ অভিনেত্রী। আড়ালে-আবডালে লুকোচুরি খেলায় মেতে আছেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন সৃষ্টি করেছে।
অভিনেত্রীর বিচ্ছেদের পর নাকি মোটা অঙ্কের ভরণপোষণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আক্কিনেনি পরিবার। অথচ সে বিচ্ছেদের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সামান্থা। শারীরিক অসুস্থতাও ধরা পড়ে। নিজেকে সামলাতে নাগের সাহচর্য চেয়েছিলেন কিন্তু পাননি। এর পরেই নাকি খোরপোশ প্রত্যাখ্যান করেন সামান্থা রুথ প্রভু। এবার নিজের জীবনের নিরাপত্তাহীনতা নিয়ে কথাবললেন অভিনেত্রী।
আরও পড়ুন<<>>জনপ্রিয় টিকটকার আলিশা গ্রেফতার, অত:পর...
সামান্থা নাকি ভীষণ অঙ্ক কষে চলতে ভালোবাসতেন। সারাক্ষণ ইঁদুরদৌড়ে থাকতেন তিনি। অভিনেত্রী বলেন, আমি ভাবতাম বড় তারকা হতে গেলে বছরে পাঁচটা সিনেমা করতে হবে। বাণিজ্যিক সফল সিনেমা দশর্কদের উপহার দিতে হবে। বড় তারকাদের তালিকায় নিজেকে রাখতে হবে।
তিনি বলেন, প্রতি শুক্রবারের সাফল্যের ওপর নির্ভর করত আমার জীবন। প্রতিমুহূর্তে ভয় পেতাম। যে কোনো সময় আমার জায়গা হয়তো অন্য কেউ নিয়ে নেবে।
যদিও ব্যক্তিগত জীবনের কঠিন সময় তাকে মানুষ হিসাবে শান্ত করেছে। গত দুই বছর ধরে আমার কোনো সিনেমা মুক্তি পায়নি। বড় কোনো সিনেমা নেই। কিন্তু আমি ভীষণ আনন্দে আছি বলে জানান সামান্থা রুথ প্রভু।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।