Apan Desh | আপন দেশ

পাঁচ বছর পর ঢাকায় শাবানা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:১৬, ৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:১৭, ৮ সেপ্টেম্বর ২০২৫

পাঁচ বছর পর ঢাকায় শাবানা

জনপ্রিয় অভিনেত্রী শাবানা

দেশীয় চলচ্চিত্রে এক সময় তুমুল জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শাবানা। তার অভিনীত ছবি দেখতে সিনেমা হলগুলোতে হুমরি খেত দর্শকরা। সে জনপ্রিয়তার মধ্যেই অভিনয় ছাড়েন শাবানা। শুধু অভিনয়ই নয়, দেশও ছাড়েন তিনি। এরইমধ্যে পেরিয়ে গেছে দুই দশক। 

দীর্ঘ এ সময়ে বদলে গেছে অনেক কিছুই। এরপর নারীর টানে মাঝে মাঝে দেশে এসেছেন শাবানা। কয়েক দিন ঘুরে ফের চলে গেছেন আমেরিকায়। সম্প্রতি পাঁচ বছর পর ফের দেশে ফিরেছেন শাবানা। তবে অনেকটাই অন্তরালে রয়েছেন ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী।

ষাটের দশকের শুরুতে ‘নতুন সুর’ সিনেমার মাধ্যমে শাবানার অভিনয়ের যাত্রা শুরু। পরিচালক এহতেশামের সে সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। পরে পাঁচ বছর পর নায়িকা হিসেবে এহতেশাম পরিচালিত ‘চকোরী’ সিনেমায় অভিষেক হয় তার। যে সিনেমায় তার নায়ক ছিলেন পাকিস্তানি অভিনেতা নাদিম।

আরও পড়ুন<<>> দেহব্যবসা করানোর অভিযোগে অভিনেত্রী গ্রেফতার!

দেশান্তরী হওয়ার ২৫ বছর অভিনয় থেকে দূরে সরে আছেন অভিনেত্রী শাবানা। অভিনয়জীবনে জনপ্রিয়তার তুঙ্গে থাকাবস্থায় তিনি হুট করেই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এবং পরে স্বামী, সন্তান, নাতি-নাতনি নিয়ে নিউজার্সিতে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। একটা নির্দিষ্ট সময় পর বাংলাদেশে এলেও গত ৫ বছরে আসা হয়নি এ অভিনেত্রীর।

এর আগে শাবানা দেশে ফিরেছিলেন ২০২০ সালের জানুয়ারি মাসে। সে সময় তিনি জানিয়েছিলেন— সুযোগ হলে কিছু সিনেমায় কাজ করবেন। স্বামী ওয়াহিদ সাদিক জানিয়েছিলেন তিনি অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনাও করতে পারেন। কিন্তু তা আর হয়ে উঠেনি। পরে মনোকষ্টে ফিরে যান যুক্তরাষ্ট্রে।

সম্প্রতি আবার দেশে ফিরেছেন অভিনেত্রী। রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাড়িতে উঠেছেন অভিনেত্রী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়