Apan Desh | আপন দেশ

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য মন কাঁদছে পড়শীর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ২৩ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য মন কাঁদছে পড়শীর

ফাইল ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোকাহত দেশের সব শ্রেণী পেশার মানুষ। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও শোকের ছায়া পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রমাণ মিলেছে। শোকে একাকার ক্রীড়াঙ্গণ থেকে সংগীতাঙ্গণ। স্কুল পড়ুয়াদের এমন মৃত্যুতে মন কাঁদছে সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শীর। 

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ভেরিফায়েড ফেসবুক পোস্ট দিয়ে শোক প্রকাশ করেছেন এ কণ্ঠ শিল্পী। তিনি লিখেছেন— মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন নিহতদের জান্নাত নসীব করেন। আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং শোকাহত পরিবারগুলোকে এ শোক সহ্য করার শক্তি দেন।

এ সংগীতশিল্পীর সে পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা একাত্মতা প্রকাশ করেছেন। এক নেটিজেন লিখেছেন—আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। আরেক নেটিজেন লিখেছেন— কালকে থেকে আর হোমওয়ার্ক নেই তাদের এবং আরও অনেকের। আল্লাহ তুমি তাদের পরিবারের ধৈর্য দাও।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। 

যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলশিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে। এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি আছেন ১৬৫ জন।

এ যুদ্ধবিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের মর্মান্তিক মৃত্যুতে সারা দেশে শোকের মাতম চলছে। সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে তারকারাও শোক প্রকাশ করছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়