Apan Desh | আপন দেশ

বিটিভির অনুষ্ঠান থেকে শিরিন শিলা বাদ 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ১৩ জুন ২০২৫

বিটিভির অনুষ্ঠান থেকে শিরিন শিলা বাদ 

সমালোচিত চিত্রনায়িকা শিরিন শিলা

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদ অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন ঢাকাই সিনেমার সমালোচিত চিত্রনায়িকা শিরিন শিলা। তার বিরুদ্ধে অভিযোগ গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় বিতর্কিত স্ট্যাটাস দেয়ায়। তিনি লিখেছিলেন, ‘কিসের এত আন্দোলন, সুখে থাকতে ভূতে কিলায়’।

এমন স্ট্যাটাসে সেসময় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এ নায়িকা। শিলার এ স্ট্যাটাস মোটেও ভালোভাবে নেননি নেটিজেনরা। করেন কড়া প্রতিবাদ। নেটিজেনদের আক্রমণের মুখে পড়ে বাধ্য হয়ে পোস্টের কমেন্ট অপশন বন্ধ রেখেছিলেন।

এরপর নেটিজেনদের তোপের মুখে পড়ে একই দিন বিকেল চারটার দিকে স্ট্যাটাসে সংযোজন আনেন শিরিন শিলা। এরপর গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয় ড. মুহাম্মদ ইউনূস। তবে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়ে আজও ক্ষমা চাননি শিরিন শিলা। বরং বহাল তবিয়তে প্রকাশ্যে ঘুরছেন বহুল আলোচিত ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা যুবলীগ নেতা এনামুল হক আরমানের ঘনিষ্ঠ বান্ধবী শিরিন শিলা!

এমনকি ঈদের বিটিভির ম্যাগাজিন ‘চাওয়া পাওয়া’ অনুষ্ঠানে একটি পর্বে অতিথি হয়েছিলেন। শিরিন শিলা বিটিভির অনুষ্ঠানের অতিথি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল চর্চা হয়। প্রশ্ন উঠেছিল, ছাত্র-জনতার ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে যিনি অবস্থান নিয়েছিলেন, তিনি কীভাবে রাষ্ট্রীয় সম্প্রচারে জায়গা পান? তাকে বিটিভিতে কাজের সুযোগ দিল কে বা কারা? এমন সমালোচনা নজর এড়ায়নি বিটিভি কর্তৃপক্ষের। ঈদের দিন রাতে ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রচার হলেও শেষ পর্যন্ত শিরিন শিলার অংশটুকু কেটে দেয়া হয়।  এ তথ্য নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির গ্রন্থণার দায়িত্বে থাকা কবি আসাদ কাজল।

তিনি বলেন, জুয়েল আইচ এ অনুষ্ঠানে অতিথি হওয়ার কথা ছিল। কিন্তু তার ব্যস্ততার কারণে না পাওয়াতে শিরিন শিলাকে অতিথি করা হয়। আমরা আসলে অবগত ছিলাম না যে তিনি গণঅভ্যুত্থানের বিপক্ষে ছিলেন এবং ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে সমালোচিত হয়েছেন। বিষয়টি যখন আমাদের নজরে আসে তখন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করলে তারা অনুষ্ঠানে শিরিন শিলার অংশটুকু বাতিলের সিদ্ধান্ত নেন।

মডেলিং-এর মাধ্যমে শোবিজে নাম লেখান শিরিন শিলা। শুরুতে বেশকিছু মিউজিক ভিডিওতে তাদে দেখা গেছে। এরপর নাম লেখান নাটক-সিনেমায়। ২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল শিরিন শিলার। এরপর বেশকিছু সিনেমায় কাজ করেছেন তিনি। তবে কাজ দিয়ে নয়, বিভিন্ন সময় ব্যক্তিগত বিষয় নিয়েই আলোচনায় থাকেন এ নায়িকা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা