
ফাইল ছবি
ঢাকাই চলচ্চিত্রের খেলামেলা অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। রোববার (১৮মে) দুপুরে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এ চিত্রনায়িকাকে আটক করা হয়। বর্তমানে বিমানবন্দরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা গেছে, থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় রয়েছে।
মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে।
নুসরাত ফারিয়া ছাড়াও এ মামলায়, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।