Apan Desh | আপন দেশ

বাকৃবিতে রোভার স্কাউটের বার্ষিক ক্যাম্পের সনদ বিতরণ

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১০, ১৩ জানুয়ারি ২০২৬

বাকৃবিতে রোভার স্কাউটের বার্ষিক ক্যাম্পের সনদ বিতরণ

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্কাউটের বার্ষিক ক্যাম্পের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যাম্প পরিচালক ড. মো. জহিরুল আলম।

মো. জহিরুল আলম বলেন, গত সোমবার বিকেল সাড়ে ৪টায় সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ছাত্র বিষয়ক বিভাগের কনফারেন্স রুমে রোভার স্কাউট গ্রুপের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবির প্রোক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম। দুইজন রোভার তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় অংশগ্রহণকারী ৬০ জন রোভারকে সনদপত্র বিতরণ করা হয়। 

আরও পড়ুন<<>>বাকৃবিতে বীর প্রতীক এটিএম খালেদের স্মৃতিস্তম্ভ সংস্কার কাজের উদ্বোধন

অধ্যাপক ড. মো. শহীদুল হক তার বক্তব্যে বলেন, রোভার স্কাউট একটি শিক্ষামূলক ও সেবাধর্মী সংগঠন। যা সেবার মানসিকতা তৈরি করে সুনাগরিক হিসেবে দেশ সেবায় আত্মনিয়োগে ভূমিকা রাখে। রোভাররা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সহযোগিতাসহ জাতীয় দিবসগুলোতে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করছে। বিশেষভাবে রোভারের গ্রুপ সম্পাদক ড. জহিরুল আলম এ সহশিক্ষা কার্যক্রমগুলো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তিনি আরও বলেন, প্রাক্তন রোভাররা ইতোমধ্যে দেশে ও বিদেশে গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে। দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখছে। বার্ষিক ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট সক্ষমতা বাড়াতে, এসডিজি, প্রাথমিক প্রতিবিধান, উদ্ধারকাজ, জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ হয়েছে।

উল্লেখ্য, ২০-২২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপী বার্ষিক ক্যাম্প অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রিসোর্স পারসনরা উক্ত ক্যাম্পে গেস্ট শিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়