Apan Desh | আপন দেশ

সাড়ে তিন দশক পর চাকসু নির্বাচন আজ

চবি প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৩৫, ১৫ অক্টোবর ২০২৫

আপডেট: ০৯:২৫, ১৫ অক্টোবর ২০২৫

সাড়ে তিন দশক পর চাকসু নির্বাচন আজ

ছবি : আপন দেশ

সাড়ে তিন দশক পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন হতে যাচ্ছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মনির উদ্দিন জানান, প্রতিটি ব্যালটে থাকবে ২৪ অঙ্কের নিরাপত্তা কোড ও একটি গোপন কোড, যা মেশিনে শনাক্তযোগ্য।

দীর্ঘ সময় পর এ নির্বাচন, একটি মাইলফলক হবে বলে আশা করছেন শিক্ষার্থীরা। আর ভোট আয়োজন নিয়ে কোনো আশঙ্কা বা বাধা দেখছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১৯৯০ সালে সর্বশেষ চাকসু নির্বাচন হয়। নির্বাচন না হওয়ায় এত দিন ক্যাম্পাস ক্ষমতাসীন দল অথবা প্রভাবশালী ছাত্রসংগঠনের নিয়ন্ত্রণে ছিল। ছাত্রসংগঠনগুলো শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করার বদলে প্রভাব বিস্তারের চেষ্টা ও সংঘর্ষে লিপ্ত থাকত। হল নিয়ন্ত্রণ করে আসন বণ্টন করত তারা।

অন্যদিকে বছরের পর বছর শিক্ষার্থীদের আবাসনসংকট, খাবারের নিম্নমান ও পরিবহনসংকটের মধ্যে কাটাতে হচ্ছে। তাদের ইচ্ছার বিরুদ্ধে মিছিল ও সমাবেশে যেতে হয়েছে। নির্যাতনের শিকার হতে হয়েছে। ক্যাম্পাসে মারামারি ও খুনের ঘটনা ঘটত প্রায়ই।

চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। ভোটাররা পছন্দের প্রার্থীর নামের পাশে বৃত্ত পূরণ করে ভোট দেবেন। একাধিক বৃত্ত পূরণ করলে সে ভোট বাতিল হবে।

এবারের নির্বাচনে অংশ নিচ্ছে মোট ১৩টি প্যানেল। এর মধ্যে রয়েছে—ছাত্রদল, ছাত্রশিবির, স্বতন্ত্র, বাম, বৈচিত্র্য ঐক্য, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন, ও সুফীপন্থি শিক্ষার্থীদের ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’।

আরও পড়ুন<<>>রাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সরওয়ার্দী জানান, মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলের মধ্যেই ভোটের বাক্স আর সরঞ্জাম পৌঁছে গেছে কেন্দ্রগুলোতে। সেখানে ৬০টি কক্ষের ৬৮৯টি বুথও প্রস্তুত। কেন্দ্রের বিভিন্ন দায়িত্বে থাকছেন প্রায় সাত শ কর্মকর্তা-কর্মচারী।

চাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করছে এমন অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় তিনি বলেন, বহিরাগতরা অনায়াসে ক্যাম্পাসে প্রবেশ করলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাদের কুইক রেস্পন্স টিম গঠন করে দ্রুত পদক্ষেপ নেয়া  উচিত। তিনি অভিযোগ করেন, নারী শিক্ষার্থীরা সাইবার বুলিং-এর শিকার হচ্ছেন। এসময় নির্বাচনের দিনেই ফলাফল ঘোষণা দাবি জানান তিনি।

এদিকে, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় জরুরি সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। সেখানে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা অংশ নেন। এসময় বহিরাগত প্রসঙ্গে এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক জানান, বৈধ কার্ড ছাড়া যারাই ক্যাম্পাসে প্রবেশ করবে তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। তা না হলে নির্বাচনে প্রভাব পড়তে পারে। এসময় সব শিক্ষার্থীকে ভোটাধিকার প্রয়োগের আহবান জানান ছাত্রদল সমর্থিত প্যানেল। 

নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সহস্রাধিক সদস্য। চার স্তরের নিরাপত্তার পাশাপাশি আছে চারটি ভ্রাম্যমাণ আদালত। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়