Apan Desh | আপন দেশ

জার্মানির ইরাসমাস প্রোগ্রামে সুযোগ পেলেন ইবি শিক্ষার্থী পিয়াস

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৫, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:৫৭, ২৭ সেপ্টেম্বর ২০২৫

জার্মানির ইরাসমাস প্রোগ্রামে সুযোগ পেলেন ইবি শিক্ষার্থী পিয়াস

ছবি: আপন দেশ

আইসিটি বিভাগের প্রথম শিক্ষার্থী হিসেবে জার্মানির Technische Hochschule Mittelhessen (THM), University of Applied Science Mittlehessen–এ তিন মাস মেয়াদি Erasmus+ MSc Exchange Program-এ অংশ নেয়ার সুযোগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুস্তাকিম মুসুল্লী পিয়াস।

পিয়াস ইবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ইউরোপে এ প্রোগ্রামে অংশ নেয়া আইসিটি বিভাগের প্রথম কোনো শিক্ষার্থী তিনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ইবি উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পিয়াস। এ সময় এসময় উপাচার্য তাকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়ায় এ ধরনের উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন, সেন্ট্রাল ল্যাবরেটরির পরিচালক ও আইসিটি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

আরওপড়ুন<<>>নানা আয়োজনে ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

Erasmus+ MSc Exchange Program ইউরোপীয় ইউনিয়নের KA171 উদ্যোগ-এর আওতায় পরিচালিত হয়। এর মাধ্যমে অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা বিদেশে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন ও গবেষণার সুযোগ পান। অংশগ্রহণকারীরা মাসিক অনুদানসহ আর্থিক সহায়তা পান। যা বিদেশে অবস্থানকালীন জীবিকা নির্বাহে সহায়ক হয়।

THM ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্বাক্ষরিত Memorandum of Understanding (MoU)-এর ভিত্তিতেই এ সহযোগিতা গড়ে উঠেছে। এর মাধ্যমে শুধু শিক্ষার্থী বিনিময় নয়, বরং যৌথ গবেষণা কার্যক্রম ও অ্যাকাডেমিক সহযোগিতার সুযোগও তৈরি হয়েছে।

মোস্তাকিম মুসুল্লী পিয়াসের এ সাফল্য আইসিটি বিভাগ তথা পুরো ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সংযোগকে আরও শক্তিশালী করেছে এবং বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ভিশনের পথে নতুন মাত্রা যোগ করেছে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত: সিইসি আ.লীগের ৪৩ নেতাকর্মী গ্রেফতার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক সন্ধ্যায় সংসদ নির্বাচনের দিনেই গণভোট: প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি শেখ হাসিনাদের বিরুদ্ধে রায় ১৭ নভেম্বর, মানবতাবিরোধী অপরাধ নতুন কুঁড়ির বিজয়ীদের হাতে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের অবসান ঘটল শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করল ডাকসু রাজপথের আ. লীগ অধিক শক্তিশালী-জনপ্রিয়: রিচি সোলায়মান