Apan Desh | আপন দেশ

জার্মানির ইরাসমাস প্রোগ্রামে সুযোগ পেলেন ইবি শিক্ষার্থী পিয়াস

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৫, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:৫৭, ২৭ সেপ্টেম্বর ২০২৫

জার্মানির ইরাসমাস প্রোগ্রামে সুযোগ পেলেন ইবি শিক্ষার্থী পিয়াস

ছবি: আপন দেশ

আইসিটি বিভাগের প্রথম শিক্ষার্থী হিসেবে জার্মানির Technische Hochschule Mittelhessen (THM), University of Applied Science Mittlehessen–এ তিন মাস মেয়াদি Erasmus+ MSc Exchange Program-এ অংশ নেয়ার সুযোগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুস্তাকিম মুসুল্লী পিয়াস।

পিয়াস ইবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ইউরোপে এ প্রোগ্রামে অংশ নেয়া আইসিটি বিভাগের প্রথম কোনো শিক্ষার্থী তিনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ইবি উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পিয়াস। এ সময় এসময় উপাচার্য তাকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়ায় এ ধরনের উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন, সেন্ট্রাল ল্যাবরেটরির পরিচালক ও আইসিটি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

আরওপড়ুন<<>>নানা আয়োজনে ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

Erasmus+ MSc Exchange Program ইউরোপীয় ইউনিয়নের KA171 উদ্যোগ-এর আওতায় পরিচালিত হয়। এর মাধ্যমে অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা বিদেশে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন ও গবেষণার সুযোগ পান। অংশগ্রহণকারীরা মাসিক অনুদানসহ আর্থিক সহায়তা পান। যা বিদেশে অবস্থানকালীন জীবিকা নির্বাহে সহায়ক হয়।

THM ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্বাক্ষরিত Memorandum of Understanding (MoU)-এর ভিত্তিতেই এ সহযোগিতা গড়ে উঠেছে। এর মাধ্যমে শুধু শিক্ষার্থী বিনিময় নয়, বরং যৌথ গবেষণা কার্যক্রম ও অ্যাকাডেমিক সহযোগিতার সুযোগও তৈরি হয়েছে।

মোস্তাকিম মুসুল্লী পিয়াসের এ সাফল্য আইসিটি বিভাগ তথা পুরো ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সংযোগকে আরও শক্তিশালী করেছে এবং বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ভিশনের পথে নতুন মাত্রা যোগ করেছে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়