Apan Desh | আপন দেশ

নানা আয়োজনে ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৫, ২৭ সেপ্টেম্বর ২০২৫

নানা আয়োজনে ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

ছবি: আপন দেশ

‘টেকসই উন্নয়নে পর্যটন’ এ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস-২০২৫ পালিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালি, রচনা, কুইজ প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে শিক্ষার্থীরা বিভিন্ন ধর্মীয়, আদিবাসী ও ট্যুরিজমের চাকরির ক্ষেত্র ভিত্তিক পোশাক পরিধান করে প্ল্যাকার্ড, ফেস্টুন, রঙ-বেরঙ এর বেলুন নিয়ে র‍্যালিতে অংশ নেয়।  র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে করে একই স্থানে এসে শেষ হয়।

আরওপড়ুন<<>>দক্ষিণ কোরিয়ায় জলবায়ু-সহনশীল কৃষি কর্মশালায় বাকৃবি ভিসি

র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক জাহাঙ্গীর আলম, ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড শেলীনা নাসরীন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম জুয়েল, প্রভাষক মো. ইয়ামিন মাসুম, প্রভাষক মো. নাছির মিয়াসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ সময় ইবি উপাচার্য বলেন, একসময় বাংলাদেশে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি উন্নত ছিল না। বর্তমানে সাস্টেইনেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কন্সেপ্ট বাস্তবায়নের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট চালু হয়েছে। আমি বিশ্বাস করি, ইবির ট্যুরিজম বিভাগের শিক্ষার্থীরা বিবিএ এমবিএ শেষ করে একই ফিল্ডে কাজ করবে এবং দেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাবে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৮০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ‘ইউএন ট্যুরিস্ট’ ঘোষিত এ দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়ে আসছে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়