Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় সেমিনারে ইবি উপাচার্য

ইবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:০৭, ১৮ সেপ্টেম্বর ২০২৫

মালয়েশিয়ায় সেমিনারে ইবি উপাচার্য

ছবি : আপন দেশ

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের আইনী ব্যবস্থায় শরিয়াহ আইনের সমন্বয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ই সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আল শাফী কনফারেন্স কক্ষে আল ফিকহ এন্ড উসুল আল ফিকহ বিভাগের আয়োজনে এ সেমিনারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে উপাচার্য বাংলাদেশের আইনি ব্যবস্থায় শরিয়া আইনের একীভূতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশের আইনি ব্যবস্থায় শরিয়া আইনকে একীভূত করার তাত্ত্বিক ও ব্যবহারিক কাঠামো, সমসাময়িক আইনে শরিয়া নীতিগুলিকে অন্তর্ভুক্ত করার আইনি, সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাবগুলি বিশ্লেষণ করেন তিনি।

এছাড়াও মুঘল সুলতানি আমল থেকে ব্রিটিশ উপনিবেশবাদের চ্যালেঞ্জ এবং স্বাধীনতা-উত্তর যুগে এর ঐতিহাসিক প্রয়োগের সূত্রপাত নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে শরিয়া আইনের প্রয়োগ কীভাবে অন্যান্য মুসলিম দেশের অনুশীলন দ্বারা প্রভাবিত হয়েছে, সে-বিষয়ে তিনি আলোকপাত করেন।

ইসলামী আইনের উপর ভিত্তি করে একটি ইসলামী আদালত প্রতিষ্ঠা সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে বিভিন্ন মতামত থাকলেও ইসলামী পণ্ডিতদের কাছ থেকে এ ধরণের পদ্ধতি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য একটি বিস্তৃত বা সামগ্রিক প্রস্তাব এখনও উপস্থাপন করা হয়নি।

সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিকহ ও উসুল আল-ফিকহ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. সাইয়েদ মুহাম্মদ মুহসিন, নাদওয়াতুল জুমুআ কমিটির প্রধান সহযোগী অধ্যাপক ড. আবদুলহামিদ মুহাম্মদ আলী জারৌম এবং ফিকহ কমিটির প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আমানুল্লাহ। সঞ্চালনায় ছিলেন কুরআন ও সুন্নাহ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নূর মোহাম্মদ ওসমানী। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়