Apan Desh | আপন দেশ

‘হারলেই খেলা ভালো হয়নি, এটি দুনিয়ার বাজে মনোভাব’

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৭, ১৫ সেপ্টেম্বর ২০২৫

‘হারলেই খেলা ভালো হয়নি, এটি দুনিয়ার বাজে মনোভাব’

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেছেন, বর্তমানে এক ধরনের প্রবণতা দেখা দিয়েছে- হারলেই খেলা ভালো হয়নি। আমার কাছে মনে হয়, এর থেকে বাজে মনোভাব পৃথিবীতে একটিও নেই।

তিনি বলেন, অনেকেই আমাদের বিরুদ্ধে কারসাজির অভিযোগ এনে গুজব ছড়ানোর চেষ্টা করছে। আমরা প্রশাসনে এবং নির্বাচন কমিশনে যারা আছি, তারা কারসাজির 'ক' ও বুঝিনা। আমি এটি নিশ্চিত করে বলতে পারি যে, সারাজীবনে আমি কোনো কারসাজি করিনি এবং ভবিষ্যতেও কোনো কারসাজির সঙ্গে যুক্ত হবার বিন্দুমাত্র ইচ্ছা নেই। কাজেই এ আস্থাটা আপনাদের রাখতে হবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রাকসু কি এবং কেন’  শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যেএসব কথা বলেন রাবি উপাচার্য।

তিনি বলেন, প্রায় ৩৫ বছর পর আমরা রাকসু নিয়ে কাজ করছি। সবার সহযোহিতায় আমরা আশা করছি, একটি সুন্দর পরিবেশে আগামী ২৫ তারিখ রাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে পারব। আমরা যে পর্যায়ে এসেছি, এখানে আশাটা সহজ ছিল না। সকলের দাবি-দাওয়া, বাধা-প্রতিবন্ধকতা পেরিয়ে আমরা এ পর্যন্ত এসেছি। সবাই সহযোগিতা করলে বাকি পথটুকুও আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারব।

আরওপড়ুন<<>>রাকসু নির্বাচন প্রচারে মানতে হবে যেসব নিয়ম

রাবি উপাচার্য বলেন, আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন আছি। আমাদের মূল দায়িত্ব হলো একটি ভালো পরিবেশে সকলের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেয়া। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের আয়োজন করা।

তিনি আরও বলেন, নির্বাচনে কে জিতবে, কে হারবে, কাদের কী মতাদর্শ সেটি আমাদের দেখার বিষয় নয়। আমরা শুধু চাই আমাদের শিক্ষার্থীরা যেন নির্ভয়ে তাদের ইচ্ছা-আকাঙ্খাগুলো প্রকাশ করতে পারে এবং ভোট দিতে পারে। প্রার্থী ও তাদের টিমের কাছে আমার একটাই অনুরোধ, নির্বাচনের আচরণবিধি তোমরা অক্ষরে অক্ষরে পালন করবে। সকলেই একটা জিনিস মনে রাখবেন, জিততে গেলে হারতে শিখতে হয়। যিনি হেরে গেলেন তিনি এটা-সেটা বলে পরিবেশ নষ্ট করাটা আমাদের একটি জাতীয় প্রবণতা।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন ও অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ।

কী -নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. সেতাউর রহমান। এছাড়া প্রায় শতাধিক শিক্ষার্থী-প্রার্থী উপস্থিত সেমিনারে উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়