Apan Desh | আপন দেশ

জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসীর জানাজা সম্পন্ন

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৪, ১২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:২৯, ১২ সেপ্টেম্বর ২০২৫

জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসীর জানাজা সম্পন্ন

ছবি: আপন দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্বরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মারা যাওয়া শিক্ষিকা ও পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসের জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমা  বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

এদিন সকালে সিনেট ভবনে ভোট গণনার দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, রাতে সবাই ক্লান্ত হওয়ায় এবং পোলিং এজেন্ট না থাকায় এক সঙ্গে সব হল সংসদের গণনা শেষ করা যায়নি। সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় ছিল। তিনি তার অন্যান্য সহকর্মীদের সঙ্গে ভোট গণনাকেন্দ্রে যান। কিন্তু সিনেট হলের দরজার সামনে পৌঁছানোর পরই তিনি পড়ে যান।

আরওপড়ুন<<>>জাকসুর ভোট গণনার সময় পোলিং অফিসারের মৃত্যু

জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। তিনি এ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনের সময় তরিকুল শিবলী (৪০) নামের এক সাংবাদিকের মৃত্যু হয়। কার্জন হলের ভেতর সংবাদ সংগ্রহ করার সময় তার মৃত্যু হয়। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

ওই দিন দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়