ছবি: আপন দেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্বরত অবস্থায় মারা গেছেন জান্নাতুল ফেরদৌস নামে এক পোলিং অফিসার। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সাভার এনাম মেডিকেলে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগের প্রভাষক ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন<<>>জাকসুতে পুনঃনির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনের সময় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। কার্জন হলের ভেতর সংবাদ সংগ্রহ করার সময় তরিকুল শিবলী (৪০) নামের এক সাংবাদিকের মৃত্যু হয়। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































