Apan Desh | আপন দেশ

ডাকসু নির্বাচনে বাকেরকে সমর্থন  জানিয়ে সরে দাঁড়ালেন মাহিন

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৯, ৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:২৯, ৫ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচনে বাকেরকে সমর্থন  জানিয়ে সরে দাঁড়ালেন মাহিন

আবু বাকের মজুমদার ও মাহিন সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিবার্চন যতই ঘনিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে। সে উত্তেজনার পারদ বাড়িয়ে দিলেন সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাহিন সরকার। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাসের প্যানেলের প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে সরিয়ে দাঁড়িয়েছেন তিনি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

আরওপড়ুন<<>>রাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক গবেষণা সম্মেলন 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য প্রয়োজন। সেজন্য আমি মনে করি, অভ্যুত্থানের প্রথম সারির কেউ যদি ডাকসুতে নির্বাচিত হতে পারেন তাহলে যে কারোর চেয়ে তিনি বেশি দায়বদ্ধ থাকবেন। আবু বাকের মজুমদার অভ্যুত্থানের একজন অগ্রসেনানী। তিনি যদি বিজয়ী হন সেটা আমার বিজয় বলে সূচিত হবে। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি।

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছিলেন মাহিন সরকার। এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ‘গুরুতর শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে এনসিপি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়