
ছবি: আপন দেশ
ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বুধবার (২৭ আগস্ট) দুপুর ৩টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলে বিকেল ৫টা পর্যন্ত। অবরোধ চলাকালীন পুলিশের গাড়ি দেখে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে এগিয়ে যেতে থাকেন। পরে পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ঢাকায় আমাদের ন্যায্য দাবি আদায়ের মিছিলে পুলিশ লাঠিচার্জ চালিয়েছে। সেখানে আমাদের ভাইয়েরা রক্তাক্ত হয়েছে। আমরা অবিলম্বে লাঠিচার্জকারীদের বিচার চাই। আর আমাদের ন্যায্য দাবিগুলোও সরকারকে দ্রুত মেনে নিতে হবে।
এর আগে তিন দফা দাবি আদায়ে বুধবার সকাল ১১টার দিকে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় বেশকিছু শিক্ষার্থী আহত হন।
ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মূল তিন দফা দাবি হলো-৯ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিদ্যমান ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা। ১০ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা। বিএসসি ডিগ্রি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার না করা ও করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা।
তবে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর শিক্ষার্থীরা নতুন করে ৪ দফা অতিরিক্ত দাবি উত্থাপন করেন, দাবিগুলো হলো—ডিসি মাসুদসহ যারা ছাত্রদের ওপর হামলার আদেশ দিয়েছে তাদের অবিলম্বে বহিষ্কার করতে হবে ও পুলিশ বাহিনীকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। উপদেষ্টা ফওজুল কবির খান, রেজওয়ানা হাসান ও আসিফ নজরুলকে সবার সামনে ক্ষমা চাইতে হবে, পূর্বের ৩ দফা বাস্তবায়নের জন্য নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করতে হবে। বুয়েটের ইইই বিভাগ (২০১৭ ব্যাচ)-এর রোকনকে হত্যার হুমকিদাতাদের গ্রেফতার ও স্থায়ী বহিষ্কার করতে হবে। হামলায় আহত শিক্ষার্থীর চিকিৎসার পূর্ণ দায়ভার রাষ্ট্রকে নিতে হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।