
ভিপি প্রার্থী জালাল আহমদ জালাল
রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালাল।
বুধবার (২৭ আগস্ট) শাহবাগ থানা পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় জালালকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করে। সে মামলায় অভিযুক্ত জালালকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। জালাল আহমদ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী।
আরওপড়ুন<<>>রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী বহিষ্কার
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হলের ৪৬২ নম্বর রুমে জালাল তার রুমমেট রবিউল হককে ছুরিকাঘাত করেন। আহত রবিউল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম এ ধরনের কর্মকাণ্ডের জন্য জালালকে তাৎক্ষণিক হল থেকে বহিষ্কারের ঘোষণা দেন। এছাড়া তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, জালালের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল। আজকের ঘটনার পর আগের সব অভিযোগও খতিয়ে দেখা হবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।