Apan Desh | আপন দেশ

ইকসু গঠন-নির্বাচনের গঠনতন্ত্র প্রণয়নে কমিটি গঠন

ইবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:০৪, ২৭ আগস্ট ২০২৫

ইকসু গঠন-নির্বাচনের গঠনতন্ত্র প্রণয়নে কমিটি গঠন

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ (ইকসু) গঠন ও নির্বাচনের গঠনতন্ত্র বা সংবিধি প্রণয়নের নিমিত্তে কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান।

আরও পড়ুন>>>সাজিদ হত্যার বিচার দাবিতে ইবিতে অবস্থান কর্মসূচি

৮ সদস্যের কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর মান, দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন, ইইই বিভাগের অধ্যাপক ড. নজিবুল হক, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ।

কমিটিতে বহিরাগত সদস্য হিসেবে রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. একরামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ইমাম হোসেন সিডনী। কমিটিকে যত দ্রুত সম্ভব ইকসু'র গঠনতন্ত্র বা সংবিধি প্রণয়ন করে উপাচার্যের নিকট জমা প্রদান করতে নির্দেশনা দেয়া হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়