
ছবি: আপন দেশ
২৫তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন রিমঝিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউর রহমান। আবাসন খাতে বিশ্বাস ও আস্থার প্রতীক হিসেবে এ অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। বাংলাদেশের রিয়েল এস্টেট শিল্পে তার বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়েছে। ওয়ালিউর রহমান দৈনিক নয়া শতাব্দীর প্রকাশক।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মিলেনিয়াম প্লাজা ডাউন টাউন হোটেলে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের তাদের নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা দেয়া হয়। মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর শুরু হয় পুরস্কার প্রদান।
আরও পড়ুন>>>স্কুলে ফোন ব্যবহার নিষিদ্ধ করল দক্ষিণ কোরিয়া
ওয়ালিউর রহমানের হাতে এ সম্মাননা পদক তুলে দেন ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন ও সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা ইয়াকুব আল আলি।
এ বছর যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন- কবিতা কৃষ্ণমূর্তি (সংগীত), নাদিয়া আল সাইয়িদ (সামাজিক কাজ), ড. শিহাব ঘানেম (সাহিত্য), রাজপাল যাদব (অভিনয়), শ্রী হর্ষবর্ধন নিয়তিয়া (বাণিজ্য), তারিক আহমেদ নিজামি (হলিউড স্টুডিও ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক), ডাক্তার সরোষ মন্ডল (চিকিৎসা)।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।