
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হচ্ছে আজ (২৭ আগস্ট)।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ মামলার সূচনা বক্তব্য অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণও হতে পারে আজ থেকেই। এর আগে, গত ০৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ২।
বুধবার (২৭ আগস্ট) সকালে এ মামলায় গ্রেফতার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর বেরোবির সাবেক ভিসিসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে ইতোমধ্যে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে।
আরওপড়ুন<<>>ট্রাইব্যুনালে চিকিৎসকের জবানবন্দি
এর আগে, গত ২৮ জুলাই এ মামলার ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে প্রসিকিউশন। ওই দিন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
এ মামলার সুনির্দিষ্ট অভিযোগসহ বিস্তারিত তুলে ধরেন তিনি। মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়া হয় গত ৩০ জুন। আর ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।