
ছবি : আপন দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। প্যানেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশাপাশি নারী শিক্ষার্থীদেরও প্রাধান্য দেয়া হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ঘোষিত প্যানেলে ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহবায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়েছে।
এছাড়া এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহবায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দেয়া হয়।
অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন যারা:-
৪. মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: আরিফুল ইসলাম
৫. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: এহসানুল ইসলাম
৬. কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: চেমন ফারিয়া ইসলাম মেঘলা
৭. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মো. মেহেদী হাসান
৮. সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আবু হায়াত মো. জুলফিকার জিসান
৯. গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি থাকবে
১০. ক্রীড়া বিষয়ক সম্পাদক: চিম চিম্যা চাকমা
১১. ছাত্র পরিবহণ বিষয়ক সম্পাদক: মো. সাইফ উল্লাহ্ (সাইফ)
১২. সমাজসেবা সম্পাদক: সৈয়দ ইমাম হাসান অনিক
১৩. ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক: মো. আরকানুল ইসলাম রূপক
১৪. স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক: আনোয়ার হোসাইন
আরও পড়ুন<<>>ডাকসু নির্বাচনে সমতল মাঠ চায় ছাত্রদল
১৫. মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: মো. মেহেদী হাসান মুন্না
১৬. সদস্য: মো. জারিফ রহমান
১৭. সদস্য: মাহমুদুল হাসান
১৮. সদস্য: নাহিদ হাসান
১৯. সদস্য: মো. হাসিবুর রহমান সাকিব
২০. সদস্য: মো. শামীম রানা
২১. সদস্য: ইয়াসিন আরাফাত আলিফ
২২. সদস্য: মুনইম হাসান অরূপ
২৩. সদস্য: রঞ্জন রায়
২৪. সদস্য: সোয়াইব ইসলাম ওমি
২৫. সদস্য: মেহেরুন্নেসা কেয়া
২৬. সদস্য: ইবনু আহমেদ
২৭. সদস্য: সামসুল হক আনান
২৮. সদস্য: নিত্যানন্দ পাল
এদিকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রার্থী দেয়নি ছাত্রদল। ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে এই পদে ছাত্রদল প্রার্থী দেয়নি বলে জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম।
প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। একদিন বাড়িয়ে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চূড়ান্ত করল প্যানেল।
এর আগে ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠনগুলো তাদের প্রার্থী তালিকা ও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।