Apan Desh | আপন দেশ

প্রকৌশলীদের শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ইবি প্রতিনিধি 

প্রকাশিত: ২০:১৬, ২৭ আগস্ট ২০২৫

প্রকৌশলীদের শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ছবি: আপন দেশ

ঢাকার শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে প্রকৌশলী অধিকার আন্দোলন এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও প্রশাসন ভবন প্রদক্ষিণ করে মেইন গেটে এসে মিলিত হয়।

মিছিলে শিক্ষার্থীরা আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, প্রকৌশলীদের একশান, ডাইরেক্ট একশান, 'প্রকৌশলীর রক্ত, বৃথা যেতে দেব না,' ‘কোটা না মেধা, মেধা, মেধা’, ‘কোটার নামে বৈষম্য, চলবে না, চলবে না’, ‘এ মুহূর্তে দরকার, কোটা প্রথার সংস্কার’, ‘জনে জনে খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি স্লোগান দেন৷

আরও পড়ুন>>>কমিটি প্রত্যাখ্যান, নতুন ৫ দাবি ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

মিছিল শেষে বক্তারা বলেন, যদি কোটা রাখতেই হয় তাহলে চব্বিশের আন্দোলন কেন হয়েছে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে শতভাগ ডিপ্লোমা কোটাধারীদের নিয়োগ দেয়া হয়। আবার, সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশ পদে তাদের প্রমোশনের মাধ্যমে নিয়োগ দেয়া হয়। কোন বিএসসিদের সুযোগ দেয়া হয় না, ডিপ্লোমাদের দেয়া হয়। তারা যে ৯ম গ্রেডে ৩৩ শতাংশ কোটা ব্যবস্থা বিদ্যমান। সে কোটা ভেঙে সকল শিক্ষার্থীদের সুযোগ করে দিতে হবে।

তারা আরও বলেন, যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করায় আজকে আমাদের ভাইদেরকে লাঠিচার্জ করা হয়েছে। যে ছাত্রদের রক্তের উপর দিয়ে আপনারা ইন্টেরিম সরকারে গিয়েছেন, সে ছাত্রদের আজকে আবার কেন রক্তাক্ত হতে হলো। আজকের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে। ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য ৩৩ শতাংশ কোটা রাখা হয়েছে, তা অবশ্যই বাতিল করতে হবে। ৯ম গ্রেডে কোনোভাবেই ডিপ্লোমা ডিগ্রিধারীদের স্থান দেয়া যাবে না। যতদিন পর্যন্ত আমাদের ৩ দফা বাস্তবায়ন না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে। 

আইসিটি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ সৈকত বলেন, দীর্ঘদিন ধরে বিএসসি ইঞ্জিনিয়াররা যৌক্তিক ৩টি দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছিলো। কিন্তু সরকার এতদিন কোন কর্ণপাত করেনি। কেন চব্বিশের আন্দোলনের পরে আজকে আবার আমাদের আন্দোলন করতে হলো। আমরা মাঝেমধ্যেই বলি যে ডাক্তার ইঞ্জিনিয়াররা দেশ থেকে চলে যাচ্ছে। কিন্তু দেশে যদি মেধাবী শিক্ষার্থীদের এইভাবে লাঠিচার্জ করা হয় তাহলে মেধাবীরা কেন দেশে থাকবে, কীভাবে দেশকে সেবা দিবে। অবিলম্বে দ্রুততম সময়ের মধ্যে যৌক্তিক ৩ দফা দাবি মেনে নেয়ার আহবান জানাচ্ছি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়