Apan Desh | আপন দেশ

রাবির অধ্যাপক ড. এম. আমজাদ হোসেন পিএসসির সদস্য হলেন

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৫৯, ২১ আগস্ট ২০২৫

আপডেট: ২১:১২, ২১ আগস্ট ২০২৫

রাবির অধ্যাপক ড. এম. আমজাদ হোসেন পিএসসির সদস্য হলেন

অধ্যাপক ড. এম. আমজাদ হোসেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম. আমজাদ হোসেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। 

বুধবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। 

রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী ড. আমজাদ হোসেনকে এ পদে নিয়োগ দিয়েছেন। তাকে অন্যান্য সব প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার শর্তে এই দায়িত্ব দেয়া হয়েছে। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে, তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া— এর মধ্যে যেটি আগে ঘটবে, সে পর্যন্ত এ পদে থাকবেন।

নিয়োগ পেয়ে ড. এম. আমজাদ হোসেন তার অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি যেন সততা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারি, সে জন্য সবার কাছে দোয়া চাই।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব এ নিয়োগে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক পিএসসির সদস্য হয়েছেন, এটি আমাদের জন্য অনেক গর্বের।

উপাচার্য জানান, ড. আমজাদ হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন। পিএসসির সদস্য হিসেবে শপথ নেয়ার আগ পর্যন্ত তিনি সে দায়িত্ব পালন করবেন। এরপর একটি জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে অন্য নির্বাচন কমিশনারদের মধ্য থেকে একজনকে তার স্থলাভিষিক্ত করা হবে।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ১৯ মার্চ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) ১৬ তম সদস্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়