
শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ করছেন না দেশ ল্যান্ড মার্ক লিমিটেডের চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকেরও সাবেক চেয়ারম্যান।
২০১৪ সালে তার বিরুদ্ধে মামলা করেছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। শনিবার (১৭ আগস্ট) রাতে তাকে আটক করেছে গুলশান থানা-পুলিশ।
আরও পড়ুন <<>> ঢাকা ব্যাংকের এমডির পদত্যাগ, সিটির এমডি এখনও বহাল
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি সূত্র এই তথ্য জানিয়েছে। সাজ্জাতুজ জুম্মার খেলাপি ঋণের পরিমাণ ৪১ কোটি টাকা।
ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার খেলাপি গ্রাহক দেশ ল্যান্ড মার্ক লিমিটেডের চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে আটক করেছে গুলশান থানা–পুলিশ। ঋণ খেলাপির দায়ে ২০১৪ সালের ২৭ এপ্রিল তার বিরুদ্ধে এনআই অ্যাক্টের মামলা করে ব্যাংকটির দিলকুশা শাখা। ওই মামলায় আদালত সাজ্জাতুজ জুম্মার বিরুদ্ধে এক বছরের কারাদণ্ডাদেশ ও তিন কোটি টাকা জরিমানা ধার্য করে রায় প্রদান করেন।
আরও পড়ুন<<>> শাহজালাল ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ডলার কারসাজির অভিযোগ
ব্যাংক সূত্র আরও জানায়, গতকাল গুলশান থানা–পুলিশ ওই খেলাপি গ্রাহক সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। পরবর্তী সময় আদালত উক্ত আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।