Apan Desh | আপন দেশ

‘মব ভায়োলেন্স এখনও নিয়ন্ত্রণে আসেনি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৮, ১৮ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:৩৫, ১৮ আগস্ট ২০২৫

‘মব ভায়োলেন্স এখনও নিয়ন্ত্রণে আসেনি’

ছবি: আপন দেশ

দেশে মব ভায়োলেন্স কমলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিভিন্ন স্থানে এখনও দু একটি ঘটছে। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন>>>ধানমন্ডির বিতর্কিত সম্পত্তিতে স্থিতাবস্থা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে নতুন করে ২৭ হাজার ৬৩৭ জনকে নিয়োগ দেয়া হয়েছে। পুলিশ ১৫ হাজার ৮৫১ জন, বিজিবি ৪ হাজার ৪৬৯ জন, আনসার ৫ হাজার ৫৫১ জন, কারা পুলিশ ১৫৫৮ জন ও ফায়ার সার্ভিসে ২০৮ জনকে নিয়োগ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্দোষ জনগণ যেন কোনভাবেই হয়রানির শিকার না হয়। তবে দোষিরা যেন ছাড়া না পায়। পুলিশকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়