
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস
আমরা প্রকৃতির প্রতি নির্মম। এভাবে চললে একদিন মাছ কপাল থেকে উঠে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মৎস্য খাতের উন্নয়নের জন্য প্রকৃতি ও পানির প্রতি সদয় হওয়ার আহবান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মাছ প্রকৃতির উপহার, আল্লাহর দান। কিন্তু আমরা প্রকৃতির প্রতি নির্মম। এভাবে চললে একদিন মাছ কপাল থেকে উঠে যাবে। আমরা নদী শাসনের কথা বলি, কিন্তু নদী পালনের কথা ভাবি না। এতে ক্ষতি বাড়ছে।
প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা থাকলেও আমরা তা পুরোপুরি কাজে লাগাতে পারিনি। এ ক্ষেত্রে আমাদের আরও উদ্যোগী হতে হবে। মাছের সম্ভাবনা যেমন আছে, তেমনি দুর্ভাবনাও অনেক। প্রকৃতির প্রতি আমাদের সদয় হতে হবে।
আরও পড়ুন<<>>‘সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি সরানোর নির্দেশনা দেয়া হয়নি’
অবৈধ জাল ব্যবহার ও নদীতে বর্জ্য ফেলার সমালোচনা করে তিনি বলেন, পানিদূষণ, নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে মৎস্য উৎপাদন হুমকিতে। টেকসই পদ্ধতি আবিষ্কার করে এ সমস্যা থেকে বের হতে হবে।
এ সময় অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছের রফতানি বাড়াতে সমন্বিত উদ্যোগ নেয়ারও তাগিদ দেন প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পুরস্কার বিজয়ীদের হাতে জাতীয় মৎস্য পদক-২০২৫ তুলে দেন। এবারের মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য-‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’।
মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মৎস্য সপ্তাহের মূল লক্ষ্য প্রকৃতির সুরক্ষা, স্থানীয় উৎপাদন বাড়ানো, রফতানি সক্ষমতা বৃদ্ধি এবং দেশের পুষ্টি নিরাপত্তায় অবদান রাখা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।