Apan Desh | আপন দেশ

রাবি স্টেডিয়াম সংস্কারে ১০ দফা দাবি 

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৭, ১৮ আগস্ট ২০২৫

রাবি স্টেডিয়াম সংস্কারে ১০ দফা দাবি 

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের জন্য ১০ দফা সম্বলিত স্মারকলিপি দিয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয়।

রোববার (১৭ আগস্ট) সকালে খেলোয়াড় ও অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে উপাচার্য বরাবর এ স্মারকলিপি দেন তিনি। একই সঙ্গে অনুলিপি তুলে দেন উপ-উপাচার্য (শিক্ষা) ও শরীরচর্চা বিভাগের পরিচালক মোছা. রোকসানা বেগমের হাতে।

১০ দফা দাবি হলো- ভবিষ্যতে স্টেডিয়ামে কনসার্ট বা বড় ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি না দিয়ে বিকল্প স্থান নির্ধারণ, স্টেডিয়ামের জন্য বালুমিশ্রিত দোআঁশ মাটি এবং টেকসই ঘন বারমুডা বা যয়সিয়া জাতের ঘাসের ব্যবস্থা, নিয়মিত রোলার মেশিন দিয়ে মাঠ সমতল ব্যবস্থা, অনতিবিলম্বে ক্রিকেট পিচ রক্ষণাবেক্ষণ করার জন্য টারপলিন ব্যবহার, প্রতিমাসে অন্তত একবার ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস ট্রিমিং করা, খেলোয়াড়দের জন্য ড্রেসিং রুম, শাওয়ার ও মানসম্মত টয়লেটের ব্যবস্থা, স্টেডিয়ামের জন্য নিয়োজিত গ্রাউন্ডসম্যান ও মালির কার্যক্রমের সঠিক তদারকিসহ জবাবদিহিতা নিশ্চিত, খেলাধুলার মানোন্নয়ন ও জাতীয়ভাবে ক্রীড়াঙ্গনে সাফল্যের জন্য এ খাতে বরাদ্দের পরিমাণ বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের শারীরিক ঝুঁকি এড়াতে স্টেডিয়ামে পর্যাপ্ত ফার্স্ট এইড কিট রাখা এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাত ১২টার পর উচ্চ শব্দে গান-বাজনা নিষিদ্ধ করা।

আরওপড়ুন<<>>মাটির বুকে মাইলফলক: বাকৃবির ৬৫ বছরের গৌরবগাঁথা

ইয়াসিন আরাফাত বিজয় বলেন, দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রয়েছে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম। এ স্টেডিয়াম ব্যবহারে শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শিক্ষার্থীদের খেলার মাঠে কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফলে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। তাই স্টেডিয়ামের বেহাল দশার কথা চিন্তা করে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কয়েকজন খেলোয়াড় নিয়ে আমি ১০টি দাবি নিয়ে উপাচার্য, উপ উপাচার্য এবং শরীর চর্চা বিভাগের পরিচালকের বরাবর স্মারকলিপি প্রদান করি।

তিনি আরও বলেন, আমাদের দাবির প্রেক্ষিতে উপাচার্য স্যার তাৎক্ষণিকভাবে আগামীকালকের মধ্যেই স্টেডিয়ামে ফার্স্ট এইড কিটের ব্যবস্থা করতে রেজিস্ট্রার স্যারকে নির্দেশনা দিয়েছেন। এছাড়া অতি দ্রুত সময়ের মধ্যে স্টেডিয়ামের ড্রেসিং রুম, মানসম্মত  টয়লেটের ব্যবস্থাও করে দেয়ার কথা জানান তিনি। বাকি বিষয়গুলো আলোচনা সাপেক্ষে উপাচার্য স্যার ব্যবস্থা নিবেন বলে আমাদের আশ্বস্ত করেন।

স্মারকলিপি গ্রহণ করে শরীরচর্চা বিভাগের পরিচালক রোকসানা বেগম জানান, তাদের পর্যাপ্ত লোকবল সংকটের কারণে সব ধরনের কার্যক্রম বাস্তবায়ন করতে বেগ পোহাতে হতে হচ্ছে। তবে অতি দ্রুত লোকবল নিয়োগ ও অন্যান্য সংস্কারমূলক কার্যক্রমের আশ্বাস দিয়ে তিনি জানান, এ বিষয় নিয়ে তিনি গভীর উদ্বিগ্ন এবং সর্বোচ্চ চেষ্টা করছেন সংকটগুলো কাটিয়ে উঠার।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়